ডি পলকে নিয়ে মিয়ামির ড্র দেখলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১: ৪০
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১: ৪০

নিষেধাজ্ঞার কারণে মেজর লিগ সকারে (এমএলএস) রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে খেলতে পারবেন না লিওনেল মেসি- সেটা আগেই জানা ছিল। এদিন বুট, জার্সি পরে মাঠে না নামতে পারলেও গ্যালারিতে ঠিকই উপস্থিত ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। তার সঙ্গে ছিল সদ্যই মিয়ামিতে যোগ দেওয়া রদ্রিগো ডি পল। যদিও ম্যাচটি জিততে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। সিনসিনাটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

আগের সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছিল মিয়ামিতে। জয় পাওয়া ৬ ম্যাচেই জোড়া গোল করেন মেসি। এবার তার অনুপস্থিতিতে পয়েন্ট ভাগ করল মিয়ামি। তাতেই পরিষ্কার- মেসি ছাড়া কতটা অসহায় হ্যাভিয়ের মাশচেরানোর দল।

বিজ্ঞাপন

ঘরের মাঠ চেজে স্টেডিয়ামে এদিন গ্যালারিতে ডি পল ছাড়াও মেসির সঙ্গী ছিল স্ত্রী-সন্তানরা। ক্যামেরার লেন্সে বারবার তাদের হাস্যেজ্জল মুখ দেখা গেছে। যদিও দলের পারফরম্যান্সে মেসি যে খুশি হতে পারেননি সেটা বলার অপেক্ষা রাখে না। দল হারায় স্বাভাবিকভাবেই হতাশা নিয়ে মাঠ ছাড়েন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

এদিন ম্যাচের শুরু থেকেই দুই দলই খেলেছে সমান তালে। আক্রমণ প্রতি আক্রমণে উভয় দলই প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়ায়। যদিও ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতা কিংবা গোলরক্ষকের দৃঢ়তার কারণে কোনো দলই কাঙ্খিত গোলের দেখা পায়নি। বিশেষ করে প্রতিপক্ষের গোলমুখে লুইস সুয়ারেজ, পিকাল্ট, তাদেও আলেন্দে, সেগোভিয়াদের ব্যর্থতা একটু বেশিই পুড়িয়েছে সমর্থকদের।

২২ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের পাঁচে আছে মিয়ামি। ১২ জয়, ৪ হার ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট। ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিনসিনাটি। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে ফিলাডেলফিয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত