বাড়ল মেসির ফেরার অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৩: ০৪
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১২: ৪১

চোটের কারণে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। এই ফরোয়ার্ড কবে ফিরবেন সেটা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। যদিও এই ইস্যুতে কোনো সুখবর দিতে পারেননি ইন্টার মিয়ামির প্রধান কোচ হ্যাভিয়ের মাশচেরানো। ভক্তদের অপেক্ষা বাড়ালেন তিনি।

মেজর লিগ সকারে (এমএলএস) সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ছয়টায় অরলান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মিয়ামি। সে ম্যাচে খেলতে পারবেন না মেসি। মাশচেরানো বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মেসি ঠিক কবে মাঠে ফিরবেন সে বিষয়েও সঠিক কোনো তথ্য দেননি মাশচেরানো। লিগস কাপে গত ৩ আগস্ট টাইব্রেকারে নেকাক্সাকে ৫-৪ ব্যবধানে হারায় মিয়ামি। সে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের খেলোয়াড়দের ট্যাকলে চোট পান মেসি।

এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। পরবর্তীতে মিয়ামির পক্ষ থেকে জানানো হয় মাংসপেশিতে চোট পেয়েছেন মেসি। যদিও সেটা গুরুতর নয়। এরপরও তাকে ছাড়াই লিগস কাপে গত ৭ আগস্ট পুমাসের বিপক্ষে মাঠে নামে মিয়ামি। এবার আরো একবার মেসিকে ছাড়াই মাঠে নামার অপেক্ষায় ফ্লোরিডার ক্লাবটি।

অরলান্ডোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলেনে মাশচেরানো বলেন, ‘পরবর্তী ম্যাচে মেসিকে আমরা পাচ্ছি না। সে সুস্থ আছে। তবে সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে তাকে এখনই মাঠে নামানোটা বোকামি হবে। আশা করছি সে শিগগিরেই মাঠে ফিরবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত