মেসিহীন মিয়ামির ত্রাণকর্তা আরেক আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৫: ৩২

মেজর লিগ সকারে (এমএলএস) রোববার (২৪ আগস্ট) ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে পায়নি ইন্টার মিয়ামি। দলের সেরা তারকার অনুপস্থিতিতে ফ্লোরিডার ক্লাবটিকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন আরেক আর্জেন্টাইন ফুটবলার। তিনি বালতাসার রদ্রিগেজ।

রেসিং ক্লাবের একাডেমিতে ফুটবলে হাতেখড়ি রদ্রিগেজের। আর্জেন্টাইন ক্লাবটি দিয়েই ২০২৩ সালে পেশাদার ফুটবলে পথচলা শুরু করেন ২২ বছর বয়সী মিডফিল্ডার। চলতি মৌসুমে তাকে ধারে দলে টেনেছে মিয়ামি। যদিও ইনজুরির কারণে শুরুতে মাঠে নামতে পারেননি রদ্রিগেজ।

বিজ্ঞাপন

তার ওপর আবার মিয়ামির হয়ে একটি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন রগ্রিগেজ। অবশেষে সুস্থ হয়ে ডিসির বিপক্ষে মাঠে নামেন এই মিডফিল্ডার। ফিরেই দলকে লজ্জার হাত থেকে বাঁচালেন রদ্রিগেজ।

অডি স্টেডিয়ামে ডিসির বিপক্ষে প্রভাব বিস্তারকারী ফুটবল খেললেও শুরুতেই ধাক্কা খায় মিয়ামি। ১৩তম মিনিটে জ্যাকসন হোপকিন্সের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এই লিড ধরে রেখে প্রথমার্ধের খেলা শেষ করে ডিসি।

বিরতির পর গোল শোধে মরিয়ে হয়ে উঠে মিয়ামি। ৬৩ মিনিটে স্বস্তি ফেরে অতিথি শিবিরে। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ডিসির রক্ষণভাগের খেলোয়াড়রা। সে সুযোগে ডি বক্সের বাইরে বল পেয়ে দারুণ এক ভলিতে জালে জড়ান রদ্রিগেজ। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে দুই দল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত