প্রত্যাবর্তনে গোল-অ্যাসিস্টে মিয়ামিকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১: ৩২
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২: ৩৫

চোটের কারণে টানা দুই ম্যাচ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। অবশেষে মেজর লিগ সকারে (এমএলএস) এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হলো তার। ম্যাচটিতে ৩-১ গোলে জিতেছে মিয়ামি। প্রত্যাবর্তনে ফ্লোরিডার ক্লাবটির জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি।

গত ৩ আগস্ট নেকাক্সার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এজন্য পুমাস ও অরলান্ডোর বিপক্ষে তাকে পায়নি মিয়ামি। হ্যাভিয়ের মাশচেরানোর পূর্ব ঘোষণা অনুযায়ী, গ্যালাক্সির বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন মেসি। যদিও শুরুর একাদশে মাঠে নামা হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের।

বিজ্ঞাপন

৪৬ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার বদলি হিসেবে মাঠে নামেন মেসি। টানা দুই ম্যাচ বাইরে থাকার পর মাঠে নেমে নিজে এক গোল করেন মেসি। এরপর সতীর্থের গোলেও সহায়তা করেন তারকা ফরোয়ার্ড।

চেজে স্টেডিয়ামে ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে লিড নিয়ে বিরতিতে যায় মিয়ামি। ৫৯ মিনিটে জোসেফ পেইন্টসিলের গ্যালক্সিকে ম্যাচে ফেরান। গোল খেয়ে তাতিয়ে উঠে স্বাগতিকরা।

যদিও একের পর এক সুযোগ হাতছাড়া করা এগিয়ে যেতে পারছিল না মিয়ামি। লুইস সুয়ারেজ, পিকু, আলবাদের ফিনিশিংয়ের ব্যর্থতায় ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। অবশেষে নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে মিয়ামি শিবিরে স্বস্তি এনে দেন মেসি।

রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুইজনকে কাটিয়ে পেনাল্টি বক্সের প্রান্ত থেকে মাপা শটে জাল কাঁপান। কিছুই করার ছিল না গোলরক্ষকের। চলমান মৌসুমে এটা মেসির ১৯তম গোল। এর ৫ মিনিট পর সুয়ারেজকে দিয়ে গোল করান আটবারের ব্যালন ডি’অর জয়ী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত