আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘বন্ধু’ মেসির সঙ্গেই অবসরে যেতে চান সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

‘বন্ধু’ মেসির সঙ্গেই অবসরে যেতে চান সুয়ারেজ

বন্ধু লিওনেল মেসির সঙ্গে অবসরে যেতে চান লুইস সুয়ারেজ। বিষয়টি নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের সঙ্গে নিয়মিতই আলোচনা করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার।

মেসি ও সুয়ারেজের বন্ধুত্বের কথা সবারই জানা আছে। দুজনের বন্ধুত্বের শুরুটা হয় বার্সেলোনা থেকে। মাঝে দুজনের পথ দুদিকে চলে গেলেও বন্ধুত্বের টানে ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে ফের মেসির সতীর্থ হয়েছেন সুয়ারেজ।

বিজ্ঞাপন

সুয়ারেজ বলেন, ‘আমাদের দুজনেরই বয়স হয়েছে। আমরা সেই সিদ্ধান্তই নিব যেটা আমাদের জন্য সঠিক হয়। নিজেদের ব্যক্তিগত সুস্থতা ও সুবিধার ওপর ভিত্তি করেই আমরা একটা সিদ্ধান্তে যাব।’

অবসর প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘আমি এখনই অবসরের সিদ্ধান্ত নিচ্ছি না। আমি মেসির সঙ্গেই অবসর নিতে চাই। আমরা বিষয়টি নিয়ে অনেক কথা বলেছি। এটার সম্ভাবনা আছে। তবে এটা নির্ভর করছে মেসি আর আমার চুক্তির ওপর। আমরা দুজনই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিব।’

নাশিওনাল দিয়ে ২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন সুয়ারেজ। এরপর গ্রোনিনজেন, আয়াক্স, লিভারপুল হয়ে ২০১৪ সালে বার্সায় নাম লেখান এই তারকা ফুটবলার। কাতালান ক্লাবটির অধ্যায় শেষে অ্যাতলেটিকো মাদ্রিদ, নাশিওনাল, গ্রেমিও হয়ে গত বছর মিয়ামিতে পাড়ি জমান সুয়ারেজ। মেজর লিগ সকারের (এমএলএস) চলমান মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হবে তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন