আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এশিয়া কাপ

ভারতকে সব দলই হারাতে পারে : সিমন্স

স্পোর্টস রিপোর্টার

ভারতকে সব দলই হারাতে পারে : সিমন্স
ফিল সিমন্স

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স জানান, ভারতকে হারানো সম্ভব। এমন কী সব দলই ভারতকে হারাতে পারে।



ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, 'প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।'


সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত এগিয়ে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান সিমন্স। তার কথায়, 'দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।'

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন