বাংলাদেশ সিরিজকে ঘিরে পাকিস্তান আর্মির নিরাপত্তা মহড়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৯: ৫২
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সামনে পাকিস্তান আর্মির মহড়া। ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে নিরাপত্তা মহড়া দিয়েছে পাকিস্তান আর্মি। সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ। এই মহড়ার মাধ্যমে পাকিস্তানের সামরিক বাহিনী সিরিজের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।

বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান দুই দেশের সীমান্তের অস্থিরতার জের ধরে স্থগিতের চিন্তাভাবনা চলছিল বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। তবে পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার পর সম্প্রতি নতুন সূচিতে সিরিজটি আয়োজনের ইচ্ছা ইচ্ছা পোষণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে সায় দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

উল্লেখ্য, সিরিজটি হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের। এরপর পরিস্থিতি বিবেচনায় সেটা তিন ম্যাচে নামিয়ে আনা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সিরিজ, একদিন পর ৩০ মে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত