স্পোর্টস ডেস্ক
ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) অবিশ্বাস্য এক ওভারের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যকার ম্যাচে রোমারিও শেফার্ডের ব্যাটিং ঝড়ের কবলে পড়েন ওশানে থমাস।
ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ২০২ রানের বিশাল পুঁজি পায় গায়ানা। ফ্র্যাঞ্চাইজিটিকে এই সংগ্রহ এনে দিতে সবচেয়ে বেশি অবদান রাখেন শেফার্ড। ৩৪ বলে ৫ চার ও ৭ ছয়ের সাহায্যে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এই অলরাউন্ডার।
থমাসের করা ১৫তম ওভারে সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেন শেফার্ড। সে ওভারের তৃতীয় বলটি নো করেন থমাস। তাতেই ফ্রি হিট পায় গায়ানা। পরের ডেলিভারিটা ওয়াইড হওয়ায় ফ্রি হিট অব্যাহত থাকে। থমাসের করা পরের ডেলিভারিটাও নো হয়।
সেই সঙ্গে ছক্কা মারেন শেফার্ড। পরের ডেলিভারিটাও নো করেন থমাস। সেটাও উড়িয়ে সীমানা ছাড়া করেন শেফার্ড। যদিও এরপর বৈধ ডেলিভারিতে বলটি শেষ করেন থমাস। সে বলেও ছয় মারেন ৩০ বছর বয়সী ক্রিকেটার।
সব মিলিয়ে তাই দিনটা খুবই বাজে গেছে থমাসের। এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে ৬৩ রান খরচ করেন এই পেসার। বিনিময়ে তুলে নেন কেবল শাই হোপের উইকেট। থমাস বল হাতে খরুচে হলেও এদিন শেষ হাসি হেসেছে তার দল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া।
রান তাড়ায় তাদের হয়ে দারুণ জবাব দেন জ্যারেল অগাস্টে। ৩৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেন এই টপঅর্ডার। জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ২০২/৬- ২০ ওভার (শেফার্ড ৭৫*, ইফতিখার ৩৩, ম্যাকডারমট ৩০; গাস্টন ২/৫৭)
সেন্ট লুসিয়া: ২০৩/৬- ১৮.১ ওভার (অগাস্টে ৭৩, শেইফার্ট ৩৭, ডেভিড ২৫; মোটি ২/৩২)
ফল: সেন্ট লুসিয়া ৪ উইকেট জয়ী
ম্যাচসেরা: জ্যারেল অগাস্টে
ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) অবিশ্বাস্য এক ওভারের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যকার ম্যাচে রোমারিও শেফার্ডের ব্যাটিং ঝড়ের কবলে পড়েন ওশানে থমাস।
ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ২০২ রানের বিশাল পুঁজি পায় গায়ানা। ফ্র্যাঞ্চাইজিটিকে এই সংগ্রহ এনে দিতে সবচেয়ে বেশি অবদান রাখেন শেফার্ড। ৩৪ বলে ৫ চার ও ৭ ছয়ের সাহায্যে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এই অলরাউন্ডার।
থমাসের করা ১৫তম ওভারে সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেন শেফার্ড। সে ওভারের তৃতীয় বলটি নো করেন থমাস। তাতেই ফ্রি হিট পায় গায়ানা। পরের ডেলিভারিটা ওয়াইড হওয়ায় ফ্রি হিট অব্যাহত থাকে। থমাসের করা পরের ডেলিভারিটাও নো হয়।
সেই সঙ্গে ছক্কা মারেন শেফার্ড। পরের ডেলিভারিটাও নো করেন থমাস। সেটাও উড়িয়ে সীমানা ছাড়া করেন শেফার্ড। যদিও এরপর বৈধ ডেলিভারিতে বলটি শেষ করেন থমাস। সে বলেও ছয় মারেন ৩০ বছর বয়সী ক্রিকেটার।
সব মিলিয়ে তাই দিনটা খুবই বাজে গেছে থমাসের। এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে ৬৩ রান খরচ করেন এই পেসার। বিনিময়ে তুলে নেন কেবল শাই হোপের উইকেট। থমাস বল হাতে খরুচে হলেও এদিন শেষ হাসি হেসেছে তার দল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া।
রান তাড়ায় তাদের হয়ে দারুণ জবাব দেন জ্যারেল অগাস্টে। ৩৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেন এই টপঅর্ডার। জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ২০২/৬- ২০ ওভার (শেফার্ড ৭৫*, ইফতিখার ৩৩, ম্যাকডারমট ৩০; গাস্টন ২/৫৭)
সেন্ট লুসিয়া: ২০৩/৬- ১৮.১ ওভার (অগাস্টে ৭৩, শেইফার্ট ৩৭, ডেভিড ২৫; মোটি ২/৩২)
ফল: সেন্ট লুসিয়া ৪ উইকেট জয়ী
ম্যাচসেরা: জ্যারেল অগাস্টে
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে