ভালো উইকেটের পেছনে যে রহস্য

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯: ১৪
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯: ৪৫

বিপিএলের উইকেট নিয়ে অভিযোগ বেশ পুরোনো। রান হয় না, কিংবা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের জন্য অপেক্ষা হতো লম্বা। এবার অবশ্য বদলে গেছে সেই চিত্র। বিপিএলের প্রথম ম্যাচ থেকেই দেখা যাচ্ছে রান উৎসব। কিভাবে এমন হলো উইকেট? সেই ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'এটার পেছনে ছোট্ট একটা কাহিনী আছে, আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেন্ট কিটসে যে খেলাটা খেলেছি। পরিসংখ্যান যদি দেখেন ৩২২, ২৯৫ অতিরিক্ত করি নাই আমরা। উইকেট যদি দেখেন মনে হয়েছিল সিমেন্টে বানানো। মানে চোখ বন্ধ করে পিটাইছি। তখন আমার মনে হয়েছে যখন ভালো উইকেট হয় তখন বোলাররা শেখে কীভাবে ভালো বল করতে হয়। আর ব্যাটাররা তো জানেই এখানে আমাকে কী করতে হবে। তখন মনে হয়েছে, ফোর ডে ম্যাচ বাউন্সি উইকেট হতে পারে। তবে টি-টুয়েন্টিতে আমার ভালো উইকেট হতে হবে।'

ওয়েস্ট ইন্ডিজে এমন উইকেট দেখে সেভাবেই উইকেট তৈরিতে মনযোগ দিয়েছেন বিসিবি। তিনি বলেন, 'আমি গ্রাউন্ডসম্যানদের বলেছি এবার উইকেট ভালো করতে হবে। এখন ব্যাটার মুভমেন্ট ভালো আছে এবং আড়াই মিলিমিটার ঘাসও আছে। এই বিষয়গুলো সুক্ষ্ম জিনিস। আমি চিন্তা করি এগুলো যেন ভালোভাবে হয়। আর তা তো দেখছেন।'

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত