আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিএসএল

চতুর্থ ম্যাচে উইকেটশূন্য রিশাদ

স্পোর্টস ডেস্ক

চতুর্থ ম্যাচে উইকেটশূন্য রিশাদ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে নিজের খেলা প্রথম তিন ম্যাচেই দারুণ বোলিং করেন রিশাদ হোসেন। তুলে নেন আট উইকেট। অবশেষে চতুর্থ ম্যাচে এসে উইকেটশূন্য থাকলেন এই বাংলাদেশি লেগস্পিনার৷ এদিন লাহোরও জিততে পারেনি। দলটির বিপক্ষে সাত উইকেটের জয় তুলে নিয়েছে পেশোয়ার।

বিজ্ঞাপন

গাদ্দাফি স্টেডিয়ামে লাহোরের পুঁজিটাই ছিল মামুলি- মাত্র ১২৯ রানের। জবাব দিতে নেমে ২০ বল হাতে রেখেই জয় তুলে নেয় পেশোয়ার। এদিন চার ওভারের কোটা পূরণ করতে পারেননি রিশাদ। বল করেছেন দুই ওভার। ইনিংসের নবম ওভারে তাকে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয়। সে ওভারে ৭ রান খরচ করেন রিশাদ। নিজের করা দ্বিতীয় তথা শেষ ওভারে ১১ রান দেন এই স্পিনার।

পেশোয়ারের পতন হওয়া তিন উইকেটের মধ্যে দুইটাই নেন শাহিন শাহ আফ্রিদি। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ২২ রান খরচ করেন লাহোর অধিনায়ক। এর আগে ব্যাট করতে নেমে ১৩ বলে একটি করে চার এবং ছয়ের সাহায্যে সমান রান করেন রিশাদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন