বাংলাদেশের এলোমেলো বোলিং-ক্যাচ মিস, পাকিস্তানের বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ মে ২০২৫, ২২: ৪১
আপডেট : ৩০ মে ২০২৫, ২২: ৫৫
বড় রান করার পথে হারিসের একটি শট। ছবি: এএফপি

প্রথম টি-টোয়েন্টির পুনরাবৃত্তিই যেন দেখা গেল দ্বিতীয় ম্যাচেও। পাকিস্তানের টস জয়, দুর্দান্ত ব্যাটিং এবং দুইশ ছাড়ানো স্কোর। তাতে আরো একবার প্রমাণিত হলো বাংলাদেশের বোলিং ও ফিল্ডিংয়ের দৈন্যদশা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ পাকিস্তান তুলে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য ২০২ রান।

বিজ্ঞাপন

টস হেরে ফিল্ডিং করতে নেমে প্রথম ওভারেই ক্যাচ মিস করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের তৃতীয় বল তুলে মারতে চেয়েছেন সাহিবজাদা ফারহান। বল উঠে যায় আকাশে। পয়েন্ট থেকে দৌড়ে কাভারের দিকে গিয়ে ঝাঁপিয়ে বল নাগালে পেলেও মিস করেছেন তানজিম হাসান সাকিব।

পরের ওভারেই রানআউটে ফিরে যান সাইম আইয়ুব। লং অন বাউন্ডারি থেকে ফিল্ডিং করে বল পাঠিয়েছিলেন তাওহিদ হৃদয়, স্টাম্প ভেঙেছেন লিটন দাস। পরের দুই ওভারে ৩১ রান তুলে নেয় পাকিস্তান। মিরাজের ওভারে ১৪ ও হাসানের ওভারে খরচ হয় ১৭ রান।

এরপর চলতে থাকে পাকিস্তানের ঝড়ো ব্যাটিং। পাওয়ার প্লেতে তাদের রান দাঁড়ায় ৬৭/১। সাইম আইয়ুব রানআউট হয়ে ফিরলেও সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিসের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে পাকিস্তান ৬৭ রান তুলেছে। এরপর আরেকবার জীবন পান ফারহান। রিশাদকে তুলে মারতে গিয়ে বল আকাশে তুললেও ক্যাচ মিস করেন মিরাজ।

পরের ওভারে হারিসকে ফেরান তানজিম। পয়েন্টে সোজা রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন হারিস (২৫ বলে ৪১ রান)। এরপর ক্রিজে আসেন হাসান নওয়াজ। আরেক প্রান্তে ফিফটি তুলে অপরাজিত ফারহান।

এরপর ফারহানকেও থামান রিশাদ। দুবার ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া ফারহান রিশাদ হোসেনের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন। আউট হওয়ার আগে ৪টি চার আর ৬টি ছক্কায় ৪১ বলে করেছেন ৭৬ রান।

এরপর ঝড়ো ইনিংস খেলেন হাসান নাওয়াজ। ২৬ বলে ২ চার ও ৩ ছক্কায় করেন ৫১ রান। আর তাতেই দুইশ ছাড়ানো বড় পুঁজি পায় পাকিস্তান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত