অনুশীলনে যোগ দিয়েছেন কোচ সিমন্স

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৪: ০০

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দলের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন হেড কোচ ফিল সিমন্স। শিষ্যরা ছুটিতে গেলেও কোচ সিমন্স উড়ে যান সিলেটে। সেখানে ‘এ’ দলের অনুশীলন দেখার পাশাপাশি নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে প্রথম ওয়ানডে দেখেন। ওই ম্যাচ শেষে গত পরশু ঢাকায় উড়ে আসেন সিমন্স। গতকাল যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরকে সামনে রেখে গতকাল দ্বিতীয় দিনের মতো অনুশীলন হলেও দুজন ছাড়া আর কোনো ক্রিকেটারকে দেখা যায়নি। বেশিরভাগ ক্রিকেটারই ছুটিতে থাকায় অনুশীলনে আসেননি। পাশাপাশি সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও গতকাল ছিলেন না অনুশীলনে।

গতকাল মিরপুরে সেন্টার উইকেট অনুশীলন করেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। নিজেদের ব্যাটিং নিয়ে কাজ করতে দেখা যায় তাদের দুজনকে। অনুশীলনে নিজের অফ সাইডের দুর্বলতা নিয়ে কাজ করেছেন হৃদয়। আর ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং নিয়ে কাজ করেছেন জাকের আলী অনিক। দুজনই ব্যাটিং অনুশীলনে গ্রানাইট স্ল্যাবে বিগ হিট নিয়ে কাজ করেছেন।

বিজ্ঞাপন

মূলত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও জাতীয় দলের সিরিজ শেষ হওয়ায় বেশিরভাগ ক্রিকেটারই আছেন ছুটিতে। এছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার বর্তমানে ব্যস্ত ‘এ’ দলের হয়ে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এসব কারণেই এখনো পুরোদমে শুরু হয়নি টি-টোয়েন্টি সিরিজের এই ক্যাম্প। ‘এ’ দল ও ছুটিতে থাকা ক্রিকেটাররা আগামী ৮ এপ্রিল থেকে ধাপে ধাপে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। তখন থেকে পুরোদমে শুরু হবে জাতীয় দলের অনুশীলন।

এর আগে অনুশীলনের প্রথম দিনে গত পরশু তাওহিদ হৃদয়ের পাশাপাশি লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমরা উপস্থিত ছিলেন অনুশীলনে। অন্যদিকে ছুটিতে থাকলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজের মতো করে অনুশীলন করছেন পেসার তানজিম হাসান সাকিব। ইনজুরি কাটিয়ে ওঠা লিটন দাস প্রথম দিনের অনুশীলনে নিজের ফিটনেস ও রিহ্যাব নিয়েই কাজ করেছেন। ধারণা করা হচ্ছে, আগামী ১১ মে থেকে পুরোদমে অনুশীলন শুরু করতে পারবেন তিনি। অন্যদিকে পিএসএলে ব্যস্ত থাকা রিশাদ হোসেন-নাহিদ রানারা ক্যাম্পে থাকবেন না। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শারজাহতে সরাসরি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। পিএসএলের প্লে অফে তাদের দল জায়গা করে নিতে পারবে কি না তার ওপর নির্ভর করছে কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত