মালদ্বীপে অনুষ্ঠিত নারী কাভা কাপ ভলিবলে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের মেয়েরা। আফগানিস্তানের নারীদের সরাসরি ৩-০ সেটে হারিয়েছে তৃতীয় হয়েছে দেশের মেয়েরা। নারী ভলিবল ইতিহাসে বাংলাদেশের সেরা অর্জন এটি।
মালদ্বীপে এবারের আসরে অংশ নেয় চারটি দল। টুর্নামেন্টের সেমিফাইনালে মালদ্বীপের কাছে ধরাশায়ী হয়ে তৃতীয় স্থান নির্ধারণীতে নাম লেখে লাল-সবুজের প্রতিনিধিরা। সফরে নারী ভলিবল দলের কোচ হিসেবে ছিলেন অভিজ্ঞ শফিকুল ইসলাম রাসেল।
১৯৭৩ সাল থেকে ভলিবল খেলছে দেশের মেয়েরা। ৫২ বছর ধরে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক ভলিবলে খেলে যাচ্ছে তারা। তবে তৃতীয় হয়েছে এই প্রথম। এমন অর্জনে দারুণ খুশি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্তা-ব্যক্তিরা।
ফেডারেশনের নির্বাহী সদস্য সোহেল রানা বলেন, 'মেয়েদের এমন সাফল্য সত্যিই প্রশংসনীয়। দেশের বাইরে ভলিবলের এমন মর্যাদাপূর্ণ আসরে তৃতীয় হওয়া মেয়েদের উন্নতির লক্ষণ। আশা করি, ভবিষ্যতে আরও ভালো ফল করবে তারা।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

