লাহোর টেস্ট
স্পোর্টস ডেস্ক
লাহোরের স্পিনবান্ধব উইকেটে প্রথম দুদিন ব্যাট-বল হাতে শান মাসুদদের দাপটই দেখেছে ক্রিকেট দুনিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিংয়ের পর বোলিংটাও দারুণ করেছে স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে এসেই খেই হারিয়ে ফেলে পাকিস্তানের ব্যাটসম্যানরা। সেনুরান মুথুস্যামি ও সিমরন হারমারের স্পিন বিষে নীল হয়েছে স্বাগতিকরা। বিপর্যয় সামাল দিতে না পেরে ১৬৭ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। তাতে পাকিস্তানের লিড দাঁড়ায় ২৭৬ রান।
স্পিনারদের দাপটে ১৬ উইকেট পড়ার দিনের শেষদিকে বল হাতে পাকিস্তানকে এগিয়ে রেখেছেন নোমান আলী। তৃতীয় দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৫১ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়ারা। ২৭৭ রানের লক্ষ্য ছুঁতে অতিথিদের দরকার আর ২২৬ রান। আর জয়ের জন্য পাকিস্তানের দরকার ৮ উইকেট।
পাকিস্তানের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান এসেছে বাবর আজমের ব্যাট থেকে। ৪১ রান যোগ করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। আর সাউদ শাকিলের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। তাতেই কোনোমতে ১৬৭ রানের সংগ্রহ করে সিরিজের আয়োজকরা। ৫ উইকেট নিয়েছেন মুথুস্যামি। ৪ উইকেট পেয়েছেন হারমার।
দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও। ৫১ রান তুলতেই ২ উইকেট খুইয়ে ফেলেছে সফরকারীরা। ওপেনার রায়ান রিকেলটন ২৯* (ব্যাটিং) রানে অপরাজিত রয়ে গেছেন। ১৬* (ব্যাটিং) নিয়ে তাকে সঙ্গে দিয়ে যাচ্ছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান টনি ডি দর্জি। প্রোটিয়াদের উইকেট দুটি ফেলে স্বস্তি এনে দিয়েছেন পাকিস্তান শিবিরে।
তার আগে ৬ উইকেটে ২১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৮১ রানে অপরাজিত থাকা টনি ডি দর্জি ফিরেছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে। ১৭১ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ১০৪ রানের দুরন্ত ইনিংস। দ্বিতীয় দিন ফিফটি হাঁকান ওপেনার রায়ান রিকেলটন (৭১)। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২৬৯ রানে থামে এইডেন মার্করামরা। পাকিস্তানের হয়ে ঘূর্ণি জাদুতে একাই ৬ উইকেট শিকার করেছেন নোমান আলী। আর ৩ উইকেট পেয়েছেন আরেক স্পিনার সাজিদ খান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস : ৩৭৮/১০ ও দ্বিতীয় ইনিংস: ১৬৭/১০, ৪৬.১ ওভার (বাবর ৪২, শফিক ৪১, শাকিল ৩৮; মুথুস্যামি ৫/৫৭ ও হারমার ৪/৫১)।
দক্ষিণ আফ্রিকা: ২৬৯/১০, ৮৪ ওভার (দর্জি ১০৪, রিকেলটন ৭১, মার্করাম ২০, মুল্ডার ১৭; নোমান ৬/১১২ ও সাজিদ ৩/৯৮) ও দ্বিতীয় ইনিংস: ৫১/২, ২২ ওভার (রিকেলটন ২৯* ব্যাটিং, দর্জি ১৬* ব্যাটিং; নোমান ২/২০)।
* তৃতীয় দিন শেষে
লাহোরের স্পিনবান্ধব উইকেটে প্রথম দুদিন ব্যাট-বল হাতে শান মাসুদদের দাপটই দেখেছে ক্রিকেট দুনিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিংয়ের পর বোলিংটাও দারুণ করেছে স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে এসেই খেই হারিয়ে ফেলে পাকিস্তানের ব্যাটসম্যানরা। সেনুরান মুথুস্যামি ও সিমরন হারমারের স্পিন বিষে নীল হয়েছে স্বাগতিকরা। বিপর্যয় সামাল দিতে না পেরে ১৬৭ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। তাতে পাকিস্তানের লিড দাঁড়ায় ২৭৬ রান।
স্পিনারদের দাপটে ১৬ উইকেট পড়ার দিনের শেষদিকে বল হাতে পাকিস্তানকে এগিয়ে রেখেছেন নোমান আলী। তৃতীয় দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৫১ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়ারা। ২৭৭ রানের লক্ষ্য ছুঁতে অতিথিদের দরকার আর ২২৬ রান। আর জয়ের জন্য পাকিস্তানের দরকার ৮ উইকেট।
পাকিস্তানের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান এসেছে বাবর আজমের ব্যাট থেকে। ৪১ রান যোগ করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। আর সাউদ শাকিলের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। তাতেই কোনোমতে ১৬৭ রানের সংগ্রহ করে সিরিজের আয়োজকরা। ৫ উইকেট নিয়েছেন মুথুস্যামি। ৪ উইকেট পেয়েছেন হারমার।
দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও। ৫১ রান তুলতেই ২ উইকেট খুইয়ে ফেলেছে সফরকারীরা। ওপেনার রায়ান রিকেলটন ২৯* (ব্যাটিং) রানে অপরাজিত রয়ে গেছেন। ১৬* (ব্যাটিং) নিয়ে তাকে সঙ্গে দিয়ে যাচ্ছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান টনি ডি দর্জি। প্রোটিয়াদের উইকেট দুটি ফেলে স্বস্তি এনে দিয়েছেন পাকিস্তান শিবিরে।
তার আগে ৬ উইকেটে ২১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৮১ রানে অপরাজিত থাকা টনি ডি দর্জি ফিরেছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে। ১৭১ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ১০৪ রানের দুরন্ত ইনিংস। দ্বিতীয় দিন ফিফটি হাঁকান ওপেনার রায়ান রিকেলটন (৭১)। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২৬৯ রানে থামে এইডেন মার্করামরা। পাকিস্তানের হয়ে ঘূর্ণি জাদুতে একাই ৬ উইকেট শিকার করেছেন নোমান আলী। আর ৩ উইকেট পেয়েছেন আরেক স্পিনার সাজিদ খান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস : ৩৭৮/১০ ও দ্বিতীয় ইনিংস: ১৬৭/১০, ৪৬.১ ওভার (বাবর ৪২, শফিক ৪১, শাকিল ৩৮; মুথুস্যামি ৫/৫৭ ও হারমার ৪/৫১)।
দক্ষিণ আফ্রিকা: ২৬৯/১০, ৮৪ ওভার (দর্জি ১০৪, রিকেলটন ৭১, মার্করাম ২০, মুল্ডার ১৭; নোমান ৬/১১২ ও সাজিদ ৩/৯৮) ও দ্বিতীয় ইনিংস: ৫১/২, ২২ ওভার (রিকেলটন ২৯* ব্যাটিং, দর্জি ১৬* ব্যাটিং; নোমান ২/২০)।
* তৃতীয় দিন শেষে
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে