স্পোর্টস ডেস্ক
২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে লুইস এনরিকে যখন চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন তখন পাশে ছিল তার চার বছরের মেয়ে জানা। ১০ বছর পর আরও একবার ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলেন- এবার প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে। যদিও এবার সঙ্গে নেই জানা। ক্যান্সারের কাছে হেরে ২০১৯ সালে না ফেরার দেশে পাড়ি জমান এনরিকে কন্যা। তাই চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দের মাঝে অগোচরে প্রিয় কন্যাকে স্মরণ করে চোখের পানি ঝরিয়েছেন নিশ্চয়। দারুণ প্রাপ্তি এবং মন খারাপের দিনে একটি রেকর্ডও গড়েছেন এই কোচ। একই সঙ্গে ব্যালন ডি’অরের দৌঁড়ে ৩৫ গোল এবং ১৩টি অ্যাসিস্ট করা উসমান ডেম্বেলেকে এগিয়ে রাখলেন তিনি।
আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে পাঁচ গোলের মালা পরিয়ে শিরোপা জেতে পিএসজি। বিপরীতে হজম করেনি একটিও। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটা সবচেয়ে বড় জয়ের রেকর্ড। পিএসজির মতো এনরিকের জন্যও রাতটা স্মরণীয় হয়ে থাকল। পেপ গার্দিওলার পর ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন তিনি। এর আগে ২০১৫ সালে বার্সার হয়ে ত্রিমুকুট জেতার স্বাদ পান এই স্প্যানিশ কোচ।
পিএসজির হয়ে চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর ব্যালন ডি’অর ইস্যুতে এনরিকে বলেন, ‘আমি ডেম্বেলেকে ব্যালন ডি’অর দিতে চাই। আমরা সবাই দেখেছি সে কি দারুণ একটা মৌসুম পার করেছে। সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ডেম্বেলে এবার ব্যালন ডি’অর প্রাপ্য তাতে কোনো সন্দেহ নেই। এই মৌসুমটাতে সে অসাধারণ ছিল।’
২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে লুইস এনরিকে যখন চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন তখন পাশে ছিল তার চার বছরের মেয়ে জানা। ১০ বছর পর আরও একবার ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলেন- এবার প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে। যদিও এবার সঙ্গে নেই জানা। ক্যান্সারের কাছে হেরে ২০১৯ সালে না ফেরার দেশে পাড়ি জমান এনরিকে কন্যা। তাই চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দের মাঝে অগোচরে প্রিয় কন্যাকে স্মরণ করে চোখের পানি ঝরিয়েছেন নিশ্চয়। দারুণ প্রাপ্তি এবং মন খারাপের দিনে একটি রেকর্ডও গড়েছেন এই কোচ। একই সঙ্গে ব্যালন ডি’অরের দৌঁড়ে ৩৫ গোল এবং ১৩টি অ্যাসিস্ট করা উসমান ডেম্বেলেকে এগিয়ে রাখলেন তিনি।
আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে পাঁচ গোলের মালা পরিয়ে শিরোপা জেতে পিএসজি। বিপরীতে হজম করেনি একটিও। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটা সবচেয়ে বড় জয়ের রেকর্ড। পিএসজির মতো এনরিকের জন্যও রাতটা স্মরণীয় হয়ে থাকল। পেপ গার্দিওলার পর ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন তিনি। এর আগে ২০১৫ সালে বার্সার হয়ে ত্রিমুকুট জেতার স্বাদ পান এই স্প্যানিশ কোচ।
পিএসজির হয়ে চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর ব্যালন ডি’অর ইস্যুতে এনরিকে বলেন, ‘আমি ডেম্বেলেকে ব্যালন ডি’অর দিতে চাই। আমরা সবাই দেখেছি সে কি দারুণ একটা মৌসুম পার করেছে। সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ডেম্বেলে এবার ব্যালন ডি’অর প্রাপ্য তাতে কোনো সন্দেহ নেই। এই মৌসুমটাতে সে অসাধারণ ছিল।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে