আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গার্দিওলার পাশে বসে ডেম্বেলেকে বেছে নিলেন এনরিকে

স্পোর্টস ডেস্ক
গার্দিওলার পাশে বসে ডেম্বেলেকে বেছে নিলেন এনরিকে

২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে লুইস এনরিকে যখন চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন তখন পাশে ছিল তার চার বছরের মেয়ে জানা। ১০ বছর পর আরও একবার ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলেন- এবার প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে। যদিও এবার সঙ্গে নেই জানা। ক্যান্সারের কাছে হেরে ২০১৯ সালে না ফেরার দেশে পাড়ি জমান এনরিকে কন্যা। তাই চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দের মাঝে অগোচরে প্রিয় কন্যাকে স্মরণ করে চোখের পানি ঝরিয়েছেন নিশ্চয়। দারুণ প্রাপ্তি এবং মন খারাপের দিনে একটি রেকর্ডও গড়েছেন এই কোচ। একই সঙ্গে ব্যালন ডি’অরের দৌঁড়ে ৩৫ গোল এবং ১৩টি অ্যাসিস্ট করা উসমান ডেম্বেলেকে এগিয়ে রাখলেন তিনি।

আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে পাঁচ গোলের মালা পরিয়ে শিরোপা জেতে পিএসজি। বিপরীতে হজম করেনি একটিও। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটা সবচেয়ে বড় জয়ের রেকর্ড। পিএসজির মতো এনরিকের জন্যও রাতটা স্মরণীয় হয়ে থাকল। পেপ গার্দিওলার পর ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন তিনি। এর আগে ২০১৫ সালে বার্সার হয়ে ত্রিমুকুট জেতার স্বাদ পান এই স্প্যানিশ কোচ।

বিজ্ঞাপন

পিএসজির হয়ে চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর ব্যালন ডি’অর ইস্যুতে এনরিকে বলেন, ‘আমি ডেম্বেলেকে ব্যালন ডি’অর দিতে চাই। আমরা সবাই দেখেছি সে কি দারুণ একটা মৌসুম পার করেছে। সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ডেম্বেলে এবার ব্যালন ডি’অর প্রাপ্য তাতে কোনো সন্দেহ নেই। এই মৌসুমটাতে সে অসাধারণ ছিল।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন