ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে পারল না বাংলাদেশ। আজ জাতীয় স্টেডিয়ামে ফিফা র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারল ঋতুপর্ণারা। একই ভেন্যুতে আগামী ২ ডিসেম্বর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচটি খেলবে আজারবাইজানের বিপক্ষে। এর আগে ২৯ নভেম্বর মালয়েশিয়া ও আজারবাইজান ম্যাচ রয়েছে। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ।
২০১৩ সালের পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে প্রতিযোগিতামূলক নারী ফুটবল। কিন্তু এই উপলক্ষ্যটি জয়ে রাঙাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ কোচ পিটার বাটলারের হাই-লাইন ডিফেন্স কৌশল কাজে আসেনি। এই কৌশলে আরো একটি ম্যাচে ব্যর্থ হলো তার দল। অবশ্য খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ৬ মিনিটে শামসুন্নাহারের ক্রস গোলমুখে পেয়েও মাথা ছুঁয়ে দিতে পারেননি ঋতুপর্ণা।
পরের মিনিটে কর্নার কিক নেন ঋতুপর্না। কিন্তু গোলমুখে থাকা শামসুন্নাহার সুযোগ কাজে লাগাতে পারেননি। এই দুটি গোলের দারুণ সুযোগ মিস হওয়ার পর পাল্টা আক্রমণের চেষ্টা করে মালয়েশিয়া। তবে বেশির ভাগ সময় বাংলাদেশের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকে সফরকারীরা। অবশ্য পুরো মাঠে আধিপত্য বিস্তার করে খেললেও একের পর এক সুযোগ মিস করে বাংলাদেশ। বরং কোণঠাসা হয়ে পড়া মালয়েশিয়ার সফল হয়।
২৯ মিনিটে সফরকারীদের আনন্দের উপলক্ষ্য এনে দেন নুর আনিশা বিনতে মুরাদ। বামপ্রান্ত দিয়ে পাল্টা আক্রমণে যায় মালয়েশিয়া। এ সময় বক্স থেকে বেরিয়ে এসে বড় ভুল করেন বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমা। সুযোগ কাজে লাগান ডিফেন্ডার আনিশা। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। ৬৮ মিনিটে ঋতুপর্নার ক্রস বক্সে পেয়ে যান বদলি হিসেবে নামা সাগরিকা। কিন্তু তার হেডে বল পোস্ট ঘেঁষে চলে যায়। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে ঋতুপর্নার বদলি হিসেবে নেমে মামনি চাকমা চমক দেখাতে পারেননি।

