আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বকাপের ট্রফি আসছে ১৪ জানুয়ারি

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপের ট্রফি আসছে ১৪ জানুয়ারি

আগামী ১৪ জানুয়ারি ফিফা ২০২৬ বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। এ বিষয়টি আগেই নিশ্চিত করেছিল ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিশ্বকাপ ট্রফি ট্যুরের আয়োজক কোমলপানীয় কোকা-কোলা। বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের অনেক দূরে থাকলেও ট্রফি খুব কাছে পাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।

কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস) মিকায়েল ভিনে বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগকে খুব কাছ থেকে অনুভব করার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।’ তিনি আরও বলেন, ‘একটি ফুটবল ম্যাচ দেখার সময় যে আবেগ, উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়, সেই অনুভূতিগুলোকে উদযাপন করার লক্ষ্যেই ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে।’

বিজ্ঞাপন

বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফা সদস্য দেশে। ১৫০ দিনের সফরে মোট ৭৫টি স্থানে ট্রফি প্রদর্শন করা হবে। ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ‘ফিফা বিশ্বকাপের মূল ট্রফি খেলাধুলার জগতে সবচেয়ে বড় প্রতীক হিসেবে পরিচিত। অন্যদিকে কোকা-কোলা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশক ধরে কোকা-কোলার সঙ্গে ফিফার অংশীদারিত্ব ফুটবলভক্তদের কাছে বিশ্বকাপের আবেগ পৌঁছে দিয়েছে। এবারের ট্রফি ট্যুরটি বিশেষ, কারণ এটি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ২০ বছর পূর্তি উদযাপন করছে। গত ২০ বছরে ট্রফিটি মোট ২১১ টি ফিফা সদস্য দেশের ১৮২ টিতে ভ্রমণ করেছে।’

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকিট জেতার সুযোগ পাবেন এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন