ভালো খেলার পুরস্কার পেলেন শমিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ২০: ৩০

বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়ার পর ফিফার ক্লিয়ারেন্সের অপেক্ষায় আছেন শমিত সোম। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার অনুমোদন পেলেই বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন এই মিডফিল্ডার। সে অপেক্ষার মাঝেই এবার ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেলেন শমিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি।

সম্প্রতি ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে কাভালরি এফসির অধিনায়কত্ব পান শমিত। নেতৃত্বে তার অভিষেকের দিনে ২-১ গোলের জয় তুলে নেয় কাভালরি। দলের জয়ের দিনে একবারও জালের দেখা পাননি শমিত, করতে পারেননি কোনো অ্যাসিস্ট। গোল বা অ্যাসিস্ট না করেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন। সেন্ট্রাল মিডফিল্ডে তার দাপুটে পারফরম্যান্সের কারণেই জয়ের ভীত পায় কাভালরি। মূলত এজন্যই কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা একাদশের একজন বনে গেছেন শমিত।

বিজ্ঞাপন

শমিতসহ কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা একাদশে জায়গা পেয়েছেন কাভালরির ৪ ফুটবলার। বাকি তিনজন হলেন তোবিয়াস এয়ারচেস্কি, ফ্রেজার এয়ার্ড ও সার্জিও কামার্গো। প্রথম দুইজন ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে জয়ের ম্যাচে একটি করে গোল করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত