বৈভব সূর্যবংশী আর রেকর্ড যেন একে অপরের পরিপূরক। এবার রেকর্ডের পাতায় ঝড় তুলে আরেকটি সেঞ্চুরি করলেন ভারতের এই কিশোর। বিজয় হাজারে ট্রফিতে সেঞ্চুরি করে ছাড়িয়ে গেলেন ডি ভিলিয়ার্সের মতো তারকাদের।
বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ডে নাম লেখান সূর্যবংশী। বিহারের হয়ে খেলা এই বাঁহাতি ওপেনার ৫৯ বলেই দেড়শ রান স্পর্শ করেন এবং শেষ পর্যন্ত ৮৪ বলের ইনিংসে ১৯০ রান করে বিদায় নেন। তার ইনিংসটি সাজানো ছিল ১৬টি চার ও ১৫টি ছয় দিয়ে।
মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড নিজের করে নিয়েছেন সূর্যবংশী। আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের জহুর এলাহির কাছে, যিনি ১৯৮৬ সালে ১৫ বছর ২০৯ দিনে সেঞ্চুরি করেছিলেন।
একই সঙ্গে সূর্যবংশী ৩৬ বলে সেঞ্চুরি ভারতের হয়ল দ্বিতীয় দ্রুততম এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ দ্রুততম। মাত্র ২৯ বলে সেঞ্চুরি করে এই তালিকায় শীর্ষ নামটি অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।
এছাড়া ৫৯ বলে দেড়শ রানের ইনিংস খেলায় বিশ্ব রেকর্ডও গড়েছেন ভারতীয় কিশোর। ছাড়িয়ে গেছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সকে। ডি ভিলিয়ার্স ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ বলে এ রেকর্ড গড়েন।
উল্লেখ্য, বিজয় হাজারের ট্রফির প্রথম দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। কেননা কোহলি ভারতের এই ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে এদিন খেলতে নামেন ১৬ বছর পর, আর রোহিত ৭ বছর পর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

