ইউএস ওপেনে নিজের অভিযাত্রা আগে-ভাগেই শেষ করে ফেলেছেন দানিল মেদভেদেভ। কেননা, নিউ ইয়র্কের এ মেজর আসরের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন এ রাশিয়ান তারকা।
নিজের প্রথম ম্যাচে বেঞ্জামিন বোনজির বিপক্ষে কিছুতেই ভালো করতে পারছিলেন না। তাই মেজাজ হারিয়ে র্যাকেট ভেঙেছিলেন। র্যাকেট ভাঙার কাণ্ডের জেরে জরিমানা গুনেছেন মেদভেদেভ। রুশ তারকাকে ৪২ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫২ লাখ টাকা।
অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ৩০ হাজার ডলার আর র্যাকেট ভাঙার জন্য ১২ হাজার ৫০০ ডলার জরিমানা হয়েছে তার। প্রথম রাউন্ড খেলে যে পরিমাণ অর্থ প্রাইজ মানি হিসেবে পেয়েছেন মেদভেদেভ, তার ৪০ শতাংশই জরিমানা হিসেবে কেটে রেখেছে কর্তৃপক্ষ।

