বাংলাদেশের সামনে আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২: ০০

লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে পাকিস্তানের ছুড়ে দেওয়া ২০২ রানের লক্ষ্যে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ১৬৪ রানে। তানজিদ তামিমের দারুণ শুরুর পর লাল-সবুজের প্রতিনিধিদের আর কোনো ব্যাটারই ধরে রাখতে পারেনি ব্যাটিংয়ের ধারাবাহিকতা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও একই দৃশ্য দেখিয়েছিল লিটন-ইমনরা। লাহোরের সেই ব্যাটিং স্বর্গে ব্যাটারদের সেই চ্যালেঞ্জ নিয়ে সিরিজে ফেরার মিশনে মাঠে নামবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল।

ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশের বোলাররাও ছিলেন না খুব একটা ছন্দে। তানজিম সাকিব-রিশাদ হোসেনের মতো খরুচে ছিলেন শেখ মাহেদি-শরিফুল ইসলামরা। সংযুক্ত আরব আমিরাতে এই বোলারদের ব্যর্থতায় সিরিজ হারে বাংলাদেশ। ফলে সিরিজে ফেরার মিশনে অধিনায়ক লিটন ও টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ বাড়াতে পারে বোলারদের এই ব্যর্থতা। এ ছাড়া চিন্তার কারণ হতে পারে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটিং।

ওপেনিং সব সময়ই ছিল বাংলাদেশের চিন্তার কারণ। তবে সাম্প্রতিক সময়ে এই ওপেনারদের ব্যাটে নিয়মিতই আসছে দারুণ শুরু। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ তাওহিদ হৃদয়-জাকের আলী অনিকদের নিয়ে গড়া মিডল অর্ডার। তাওহিদ হৃদয় তো টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিয়ে রানই ঠিকঠাক করতে পারছেন না। অন্যদিকে ঝোড়ো ইনিংস খেলার সামর্থ্য রাখা জাকের আলী সঙ্গীর অভাবে দলের জন্য বড় ইনিংস খেলতে পারছেন না। এর জন্য অবশ্য অধিনায়কের অফফর্মও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ম্যাচে ৩০ বলে ৪৮ রান করা লিটন দাস প্রতি ম্যাচেই উইকেটে থিতু হচ্ছে নিচ্ছেন সময়।

উইকেটে থিতু হওয়ার পর বড় শট খেলতে গিয়ে আউট হওয়া যেন তার জন্য নিয়মিত পরিণতি। তাতেও ব্যাটারদের ওপর বাড়ছে বলের সঙ্গে রানের ব্যবধান বাড়িয়ে তোলার চাপ। এতেই নিয়মিত উইকেট হারিয়ে অল্প রানে আটকে যাচ্ছে বাংলাদেশের ইনিংস। এ ছাড়া ফিল্ডিং নিয়েও আছে প্রশ্নের সুযোগ। নিয়মিত দারুণ ফিল্ডিং করা বাংলাদেশ সবশেষ আরব আমিরাতের বিপক্ষে দিয়েছে বাজে ফিল্ডিংয়ের মহড়া। ফলে সিরিজে ফেরার মিশনে মাঠে নামার আগে বাংলাদেশ দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তিন বিভাগেই পারফর্ম করতে না পারা। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারলে তবেই আসবে জয়। লাহোরে তিন বিভাগেই উন্নতি করে সিরিজে ফিরতে পারে কি না সেটাই এখন দেখার অপেক্ষা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত