আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইপিএল নিলামে ৭ বাংলাদেশি, নেই সাকিব

স্পোর্টস ডেস্ক

আইপিএল নিলামে ৭ বাংলাদেশি, নেই সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর কড়া নাড়ছে দরজায়। এবারের আসরকে সামনে রেখে নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। জায়গা হয়নি আইপিএলে বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানের।

আইপিএল নিলামে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বেস প্রাইসে আছেন মোস্তাফিজুর রহমান। তার জন্য বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ লাখ বেস প্রাইসে আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

এছাড়া এই নিলামে আছেন স্পিনার রাকিবুল হাসান। তার বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি। আগামী ১৬ ডিসেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল নিলাম। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের আসর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...