আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাবর আজম ‘প্রতারক’!

স্পোর্টস ডেস্ক

বাবর আজম ‘প্রতারক’!

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক খেলোয়াড়রা। এবার বাবর আজমকে এক হাত নিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। বিরাট কোহলির প্রশংসা করে বাবরকে ‘প্রতারক’ বললেন সাবেক এই ক্রিকেটার। একটি টেলিভিশন শোতে কোহলি বনাম বাবরের বিষয়ে আলোচনা হচ্ছিল। সেখানে শোয়েব আখতার বলেন, ‘প্রায়ই আমরা বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করি। কিন্তু আমাকে বলুন বিরাট কোহলির রোলমডেল কে? এটা শচিন টেন্ডুলকার, যার কি-না একশটি আন্তর্জাতিক সেঞ্চুরি আছে। কোহলি সেই লিগ্যাসি তাড়া করছে।’

তিনি আরো বলেন, ‘বাবর আজমের রোলমডেল কেন? কোনো ক্রিকেটারের নাম বলছি না; কিন্তু আপনি ভুল রোডমডেল বেছে নিয়েছেন। আপনার চিন্তাভাবনা ভুল। আপনি শুরু থেকেই প্রতারক ছিলেন।’ ভারতের বিপক্ষে ২৬ বলে ২৩ রান করেন বাবর। একই ম্যাচে সেঞ্চুরি উপহার দেন কোহলি। শোয়েব আখতারের মতে, কোহলি আধুনিক ক্রিকেটের কিংবদন্তি, সাদা বলের রানমেশিন। তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই। তার যে প্রশংসা করা হচ্ছে, তার যোগ্য কোহলি।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...