বিশ্বকাপ ট্রফি নিয়ে ট্রাম্পের ‘হাস্যরস’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৩: ৪৫

ক্রীড়াঙ্গনে এখন প্রায়ই আলোচনায় উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের নাম। ৩২ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে একাধিক কাণ্ডে হাস্যরসের জন্ম দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়েও তেমন কিছুর পুনরাবৃত্তি করলেন তিনি।

২০২৬ বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর- ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প।

বিজ্ঞাপন

সে সময় উপস্থিত ছিলেন ফিফার সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো। সাধারণত বিশ্বকাপের আগে ট্রফি ছুঁয়ে দেখতে পারেন কেবল ফিফার কর্মকর্তারা কিংবা বিশ্বকাপ ফুটবলাররা ট্রফি ছুঁয়ে দেখতে পারেন। কিন্তু এবার সে প্রথা ভাঙলেন ইনফান্তিনো।

বিশ্বকাপের ড্রয়ের তারিখ ঘোষণার অনুষ্ঠানে ট্রাম্পের হাতে ট্রফি তুলে দেন তিনি। সোনালী ট্রফি হাতে নিয়ে মজা করে ট্রাম্প বলেন, ‘আমি কি এটা রেখে দিতে পারব?’ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির মুখে এই কথা শোনার পরই হেসে দেন উপস্থিত সবাই।

এরপর ট্রাম্প বলতে থাকেন, ‘এটা বিশ্বের জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট। এই ট্রফিটা বেশ ভারী। এটা সুন্দর একটি স্বর্ণের টুকরো। বিশ্বকাপে দারুণ সব ফুটবলাররা খেলতে আসবেন। এটা খেলাধুলার ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ও জটিল প্রতিযোগিতা হতে যাচ্ছে। তার আগে কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।’

যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। যেখানে অংশ নেবে ৪৮ দল। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৩ দেশের ১৬টি ভেন্যুতে হবে ১০৪টি ম্যাচ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত