আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রথম বিভাগ ক্রিকেট

সূচি প্রকাশের দিনে নতুন বিতর্ক!

স্পোর্টস রিপোর্টার
সূচি প্রকাশের দিনে নতুন বিতর্ক!

চার দফা পিছিয়ে আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। গতকাল সন্ধ্যার পর টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আয়োজক ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। লিগের উদ্বোধনী দিনে ১০ দল মাঠে নামবে পাঁচ মাঠে। এখানেই শুরু হয়েছে প্রথম বিতর্ক। সাধারণত ঢাকার ক্লাব ক্রিকেটে মূল মাঠ হিসেবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে গণ্য করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী ম্যাচে সাধারণত লিগের শীর্ষ দলের ম্যাচ রাখা হয় মূল মাঠে। তাতে লিগের শীর্ষ দল পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ হওয়ার কথা ছিল এই মাঠে। তবে এবারের উদ্বোধনী দিনে এই প্রচলিত নিয়মে এসেছে বদল। রাখা হয়েছে বাংলাদেশ পুলিশ ও ওল্ড ডিওএইচএস ক্লাবের ম্যাচ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিসিডিএম কর্মকর্তা এই নিয়মের ব্যত্যয় প্রসঙ্গে বলেন, ‘জানেনই তো বর্তমান অবস্থা! পারটেক্স খেলবে কি না- এ ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। এ কারণে ওদের ম্যাচ মিরপুরে রাখা হয়নি। যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান করব, সে কারণে যে দুটি দল লিগে খেলার নিশ্চয়তা দিয়েছে, তাদের ম্যাচ মিরপুরে রাখা হয়েছে।’

এছাড়া বিতর্ক শুরু হয়েছে তিন ক্লাবের নাম পরিবর্তন নিয়ে। এবারের প্রথম বিভাগ লিগে পরিবর্তন করা হয়েছে তিন ক্লাবের নাম। সেগুলো হলো- বসুন্ধরা রাইডার্স, ঢাকা স্পার্টান্স ও ব্লুজ ক্রিকেটার্স। ক্লাবগুলোর নতুন নাম যথাক্রমে ধানমন্ডি ক্রিকেট ক্লাব, ট্রাই স্টেট ক্রিকেটার্স ও ঢাকা ইউনাইটেড। বিদ্রোহী ক্লাবগুলোর দাবি, নাম পরিবর্তনের কোনো চিঠি পায়নি তারা। তবে সিসিডিএমের দাবি, নিয়ম মেনে বোর্ড অনুমোদন করার পরই ক্লাবগুলোকে নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন