আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর আসিফ নজরুল

ভারতে যাওয়ার মতো নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি

স্পোর্টস রিপোর্টার

ভারতে যাওয়ার মতো নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি

বিশ্বকাপ নিয়ে সবশেষ সিদ্ধান্ত নিতে আজ রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেখানে তিনি জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতির এমন উত্তরণ হয়নি, যাতে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। তিনি আরও জানান, পূর্বের সিদ্ধান্তে অনড় আছে বাংলাদেশ। ভারতের চাপে বিসিবির ওপর আইসিসির চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নেয়নি বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

গতকাল আইসিসি সভায় সিদ্ধান্ত জানাতে বাড়তি সময় চেয়ে নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপরেই আজ ক্রিকেটার ও সরকারের সঙ্গে যৌথ আলোচনায় বসে বিসিবি। ওই আলোচনা শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোন উত্তরণ হয়নি। ফলে ভারতে যাওয়ার পক্ষপাতি নন তিনি। পাশাপাশি এটাই থাকছে সরকারের সবশেষ অবস্থান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...