আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাদমান-জয়ের ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

সাদমান-জয়ের ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ আছে দারুণ ছন্দে। চা বিরতির খানিকটা আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুই ওপেনার পেয়েছেন ফিফটির দেখা। সাদমান ইসলাম ৮ম ও মাহমুদুল হাসান জয় পেয়েছেন ৫ম ফিফটির দেখা। তাদের দুজনের ফিফটিতে ভর করে বিনা উইকেটে ১০৩ রান তুলেছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডকে ফলো অন করানোর সুযোগ থাকলেও সেই পথে হাটেনি বাংলাদেশ। লিড নিয়ে মাঠে নামা লাল-সবুজের প্রতিনিধিরা বাড়িয়ে নিয়েছেন নিজেদের লিড। ২১১ রানের লিড নিয়ে মাঠে নামা বাংলাদেশের বর্তমান লিড ২১৪ রান।

বিজ্ঞাপন

এর আগে দারুণ বোলিংয়ে আয়ারল্যান্ডকে মাত্র ২৬৫ রানে অলআউট করে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে তাইজুল ইসলাম ৭৬ রানে নেন ৪ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...