বাংলাদেশের ছন্নছাড়া বোলিং, পাকিস্তানের রান পাহাড়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৮ মে ২০২৫, ২২: ৪৬
আপডেট : ২৮ মে ২০২৫, ২৩: ০৬

শুরুটা ছিল স্বপ্নের মত। তবে সেটা ধরে রাখতে পারল না বাংলাদেশ। বাংলাদেশের ছন্নছাড়া বোলিংয়ের সুযোগ নিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রান পাহাড়ে চড়ে বসেছে পাকিস্তান। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করেছে সালমান আঘার দল।

বিজ্ঞাপন

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। শুরুতেই দলকে সাফল্য এনে দেন শেখ মাহেদী। তার করা ম্যাচের তৃতীয় বলেই পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব আউট। ব্যাটের কানায় বল লেগে সহজ ক্যাচ উঠলো। ফলো থ্রুতে ক্যাচ ধরলেন মাহেদি। প্রথম বলেই শূন্য রানে আইয়ুব আউট।

পরের ওভারেই শরিফুল বাংলাদেশ শিবিরে হাসি নিয়ে এলেন। আরেক ইনফর্ম ওপেনার ফখর জামান লেগ বিফোরের ফাঁদে। ৪ বল খেলে মাত্র ১ রান নিয়ে ফিরলেন জামান। প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারানো পাকিস্তানের স্কোরবোর্ডে রান তখন মাত্র ৫।

শুরুতেই চড়ে বসার সুযোগ পায় বাংলাদেশ। তবে দুই মিডলঅর্ডার মোহাম্মদ হারিস ও অধিনায়ক সালমান আগা আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান। বিশেষ করে মোহাম্মদ হারিস একটু বেশিই মারমুখী ছিলেন। নিজের প্রথম ১২ বলে তার রান ছিল ২২। ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় আসে তার এই রান। প্রথম ওভারে ৪ রানে ১ উইকেট পাওয়া শরিফুল তার দ্বিতীয় ওভারে খরচা গুনেন ১৬ রানের। ৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪৩ রান।

এরপর আর সুযোগই পায়নি বাংলাদেশ। অধিনায়ক আগার ৫৬, শাদাব খানের ৪৮, হাসান নাওয়াজের ৪৪ এবং হারিসের ঝড়ো ৩১ রানে ভরে করে দুইশ ছাড়িয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন শরিফুল। ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শামীম হোসেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত