বিস্ফোরক ব্যাটিংয়ে মুনরোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৩: ৩০

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরো আগেই। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও অবাধ বিচরণ কলিন মুনরোর। শুধু অংশ নিয়েই নয়- পারফরম্যান্স দিয়েই বাইশ গজে টিকে আছেন এই কিউই ক্রিকেটার। সেটার প্রমাণ আরো একবার দিলেন মুনরো।

এক মৌসুম পর ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) প্রত্যাবর্তন হয়েছে মুনরোর। প্রত্যাবর্তনে তার ঠিকানা হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। যে দলটির হয়ে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা খেলেছেন তিনি।

বিজ্ঞাপন

মুনরোর প্রত্যাবর্তনে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়সটকে ১২ রানে হারিয়েছে ত্রিনবাগো। ওয়ার্নার পার্কে মুনরোর বিস্ফোরক সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ২৩১ রান তোলে সফরকারীরা। দলকে বিশাল পুঁজি এনে দেওয়ার পথে ৫৭ বলে ১২০ রান করেন করেন বাঁহাতি ব্যাটার। তার ইনিংসটি সাজানো ছিল ১৪ চার ও ছয়টি ছয়ের সাহায্যে।

ত্রিনবাগোর হয়ে এটা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ইতিহাস গড়া ইনিংস খেলার পথে ৪ বছর পর এই সংস্করণে সেঞ্চুরির দেখা পান মুনরো। তার উদযাপনটাও ছিল দেখার মতো।

প্রথমে আকাশের দিকে ব্যাট উড়ানোর পর এক হাতের গ্লাভস খুলে ছুঁড়ে মারেন মুনরো। এরপর মুষ্টিবদ্ধ দুই হাত উঁড়িয়ে ঘুষি মেরে উদযাপন করেন।

জবাব দিতে নেমে ২১৯ রানে থামে সেন্ট কিটসের ইনিংস। তাদের হয়ে কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন জেসন হোল্ডার। হারলেও কোনো ব্যাটারের ফিফটি ছাড়া সিপিএলে সবচেয়ে বড় দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল সেন্ট কিটস।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত