ভারতীয়দের অপেশাদার আচরণে আফ্রিদির ক্ষোভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৩: ০০

বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। তাই এই দুই দলের মধ্যকার ম্যাচটি বাতিল করে আয়োজকরা। এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

মূলত রাজনৈতিক পরিস্থিতি এবং গত এপ্রিলের সামরিক সংঘাতের জেরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ান শিখর ধাওয়ানসহ আরো বেশকিছু সাবেক ভারতীয় খেলোয়াড়।

বিজ্ঞাপন

এই ইস্যুতে আফ্রিদি বলেন, ‘টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলবে না- বিষয়টি আগে জানালেই ভালো হতো। এখন হুট করে পরিস্থিতি বদলে গেল। সবকিছু একদিনের ব্যবধানে উল্টে গেল। কেবলমাত্র একজন খেলোয়াড়ের কারণে পুরো পরিস্থিতি বদলে গেল।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত