রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ১ পয়েন্ট এগিয়ে গিয়েছিল আগেই। অ্যাটলেটিকোর মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনার সামনে ছিল লা লিগার পয়েন্ট টেবিলে পোক্ত হয়ে বসার সুযোগ। সেটা লুফে নিলো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লিগের ম্যাচে পিছিয়ে পড়েও অ্যাটলেটিকোর বিপক্ষে কাতালানদের জয় ৩-১ গোলে।
নিজেদের ঘরের মাঠে প্রথমেই অ্যালেক্স বায়েনার গোলে পিছিয়ে পড়ে বার্সা। এরপর পর স্বাগতিকদের সমতায় ফেরান রাফিনহা। পরে আরো দুটি গোল করেন দানি ওলমো এবং ফেরান তরেস। তাতেই ৪ পয়েন্টের পরিষ্কার ব্যবধানে শীর্ষে ঝেঁকে বসল লিগ চ্যাম্পিয়নরা।
১৫ ম্যাচে ১২ জয়, একটি হার ও দু’টি ড্রয়ে কাতালান ক্লাবটির পয়েন্ট ৩৭। এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে জয় পেলে রিয়ালকে হটিয়ে দুইয়ে উঠে আসতে পারত অ্যাটলেটিকো। ১৫ ম্যাচের ৯টিতে জিতে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে ডিয়েগো সিমিওনের দল।
গোল খেয়ে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান চোট থেকে ফেরা রাফিনহা। পেদ্রির নিখুঁত থ্রু-পাস ধরে ইয়ান ওবলাককে কাটিয়ে খালি জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার। বল পাঠান রাফিনহা। দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে ব্যবধান ২-১ করেন ওলমো। যোগ করা সময়ের শেষ মিনিটে দলের জয় নিশ্চিত করেন তরেস।
লা লিগায় বার্সার পরের ম্যাচ রিয়াল বেতিসের বিপক্ষে। আগামী শনিবার ক্লাবটির মাঠে আতিয়েতা নেবে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। আর অ্যাটলেটিকো মাদ্রিদের পরের অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।
অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করল বার্সা

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ১ পয়েন্ট এগিয়ে গিয়েছিল আগেই। অ্যাটলেটিকোর মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনার সামনে ছিল লা লিগার পয়েন্ট টেবিলে পোক্ত হয়ে বসার সুযোগ। সেটা লুফে নিলো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লিগের ম্যাচে পিছিয়ে পড়েও অ্যাটলেটিকোর বিপক্ষে কাতালানদের জয় ৩-১ গোলে।
নিজেদের ঘরের মাঠে প্রথমেই অ্যালেক্স বায়েনার গোলে পিছিয়ে পড়ে বার্সা। এরপর পর স্বাগতিকদের সমতায় ফেরান রাফিনহা। পরে আরো দুটি গোল করেন দানি ওলমো এবং ফেরান তরেস। তাতেই ৪ পয়েন্টের পরিষ্কার ব্যবধানে শীর্ষে ঝেঁকে বসল লিগ চ্যাম্পিয়নরা।
১৫ ম্যাচে ১২ জয়, একটি হার ও দু’টি ড্রয়ে কাতালান ক্লাবটির পয়েন্ট ৩৭। এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে জয় পেলে রিয়ালকে হটিয়ে দুইয়ে উঠে আসতে পারত অ্যাটলেটিকো। ১৫ ম্যাচের ৯টিতে জিতে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে ডিয়েগো সিমিওনের দল।
গোল খেয়ে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান চোট থেকে ফেরা রাফিনহা। পেদ্রির নিখুঁত থ্রু-পাস ধরে ইয়ান ওবলাককে কাটিয়ে খালি জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার। বল পাঠান রাফিনহা। দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে ব্যবধান ২-১ করেন ওলমো। যোগ করা সময়ের শেষ মিনিটে দলের জয় নিশ্চিত করেন তরেস।
লা লিগায় বার্সার পরের ম্যাচ রিয়াল বেতিসের বিপক্ষে। আগামী শনিবার ক্লাবটির মাঠে আতিয়েতা নেবে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। আর অ্যাটলেটিকো মাদ্রিদের পরের অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।
