আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ১৪৭

স্পোর্টস রিপোর্টার

চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ১৪৭

পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতেই সালমান আগার দল তুলে ফেলে ৮৪ রান। পাওয়ার প্লেতে পাকিস্তানের ব্যাটিং দেখে মনে হচ্ছে এশিয়া কাপের ফাইনাল হতে যাচ্ছে ফাইনালের মতো। কিন্তু ম্যাচের বয়স বাড়তেই রং হারাতে থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। ম্যাচ হয়ে পড়েছে এক পেশে। ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে ৩৩ রানে ৯ উইকেট হারায় পাকিস্তান। ভারতের স্পিন জাদুতে পাকিস্তান গুটিয়ে গেছে ১৪৬ রানে। চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার এখন ১৪৭ রান।

বিজ্ঞাপন

দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর ফখর জামান যা একটু রান করেছেন। ফারহান ৫৭ তোলেন। ৩৮ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি আর ৩ ছক্কা। আর ফখরের ব্যাট থেকে আসে ৪৬ রান। এ উদ্বোধনী ব্যাটসম্যান ৩৫ রানের ইনিংসটি সাজান ২ ছক্কা আর ২ বাউন্ডারিতে। দুই অঙ্ক স্পর্শ করেছেন আর মাত্র একজন। তবে সাইম আইয়ুব ১৪ রানের বেশি যোগ করতে পারেননি। বাকি ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়েছেন সিঙ্গেল ডিজিটে।

ভারতের হয়ে ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কুলদীপ যাদব। দুটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ. অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৪৬/১০, ১৯.১ ওভার (ফারহান ৫৭, ফখর ৪৬, আইয়ুব ১৪; কুলদীপ ৪/৩০, বুমরাহ ২/২৫, অক্ষর ২/২৬ ও বরুণ ২/৩০)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন