২০২৩ সালে আইপিএলের নিলামে মিচেল স্টার্ক বিক্রি হয়েছিলেন ২৪.৭৫ কোটি রুপিতে। আর প্যাট কামিন্স পেয়েছিলেন ২০.৫ কোটি রুপি। তবে এবার বিদেশি ক্রিকেটারদের দর-দামে লাগাম টেনে ধরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইপিএলের মিনি নিলামে কোনো বিদেশি ক্রিকেটারই ১৮ কোটি রুপির বেশি দাম পাবেন না। নিলামে কোনো ক্রিকেটারের দর এর চেয়ে বেশি উঠলেও ওই ক্রিকেটার ১৮ কোটি রুপি পাবেন। আইপিএলের নতুন নিয়মে বলা আছে, সর্বোচ্চ রিটেনশন মূল্য (১৮ কোটি) যত রুপি, মিনি নিলামে তার চেয়ে বেশি রুপি কোনো বিদেশি ক্রিকেটারের দর উঠবে না।
যদি নিলামে সর্বোচ্চ মূল্য ২০ কোটি রুপিও ওঠে, তারপরও সীমারেখা সীমাবদ্ধ থাকবে ১৮ কোটি রুপিতে। নিলামে দর বেশি উঠলে, ১৮ কোটি রুপির অতিরিক্ত অর্থ খেলোয়াড়দের উন্নয়নে খরচ করবে বিসিসিআই।

