মিরপুরের উইকেটের সমালোচনায় হেসন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১: ৩৮

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টিটা হয়ে থাকল একপেশে। যেখানে সফরকারীদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। স্বাগতিকদের কাছে হারার পর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের সমালোচনা করেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ৪৬ রানে ৫ উইকেট হারায় অতিথিরা। সে ধাক্কা সামলে আর স্কোরবোর্ড ভারী করতে পারেনি। ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয় তারা। বাকিদের ব্যর্থতার দিনে হেসেছে কেবল ফখর জামানের ব্যাট। ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এনে দেন আব্বাস আফ্রিদি। এজন্য ২৪ বল খেলেন তিনি। ২৩ বলে ১৭ রান করেন খুশদিল শাহ।

বিজ্ঞাপন

হেসনের মতে, প্রথম টি-টোয়েন্টির উইকেটটা আন্তর্জাতিক মানের ছিল না। যেটা বাংলাদেশের জন্যও ভালো ফল বয়ে আনবে না বলে দাবি তার। তাই ভালো উইকেটে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হেসন বলেন, ‘দলগুলো এশিয়া কাপ ও (টি-টোয়েন্টি) বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। ব্যাটিংয়ে কিছু ভুলের জন্য কোন অজুহাত দেওয়া যাবে না। কিন্তু পিচ আন্তর্জাতিক মানের ছিল না।’

পাকিস্তান কোচ আরো বলেন, ‘ক্রিকেটারদের উন্নতি করতে ভালো উইকেট দরকার। বিপিএলের সময় ভালো কিছু উইকেট ছিল। এটা ভালো। কিন্তু আন্তর্জাতিক ম্যাচের সময় এটা ভালো উইকেট না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত