সিরিজ জিততে আত্মবিশ্বাসী তাসকিন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৪: ২০

শ্রীলঙ্কা সফরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে নাজমুল হোসেন শান্তদের। সাদা পোশাকের ক্রিকেটে না পারলেও সীমিত ওভারের সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী তাসকিন আহমেদ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিততে চান এই পেসার।

আগামী ২ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তাসকিন। শনিবার (২৮ জুন) সতীর্থদের সঙ্গে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। যাওয়ার আগে আশার কথা শুনিয়েছেন ঢাকা এক্সপ্রেস।

বিজ্ঞাপন

তাসকিন বলেন, ‘একজন সদস্য হিসেবে দলের জয়ের জন্য আমি অবদান রাখতে চাই। আমার বিশ্বাস, ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতব। সিরিজ জেতার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লেগেছে যে মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি। খেলতে পারিনি। দলে ফিরতে পেরে এখন ভালো লাগছে। আবার দলে ফিরতে পেরেছি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছি। এখন একটাই প্রত্যাশা যেন দলের জয়ে ভূমিকা রাখতে পারি।’

তারকা ক্রিকেটার আরও বলেন, ‘ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমরা সিরিজ জিততে পারব। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ- দুইটাই জিততে চাই। হার-জিত তো থাকবেই। কিন্তু আমরা সেরাটা দিতে চাই। আমার বিশ্বাস আছে। আমি ব্যক্তিগতভাবে অবদান রাখতে চাই।’

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত