যেখানে যে ভুলে হারলেন জ্যোতিরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২৩: ৪৭

আইসিসি নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য আসরে টিকে থাকার। বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২০২ রানে গুটিয়ে দিয়েও শেষের ব্যাটিং বিপর্যয়ে ৭ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। পুরো ম্যাচে জয়ের পথেই ছিল টাইগ্রেসরা। ৪৪ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে জয়ের ছন্দে ফেরায় শারমিন আক্তার সুপাত ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির চতুর্থ উইকেটের ৮২ রানের জুটি। শারমিন রিটায়ার্ড হার্ট হলে স্বর্ণাকে নিয়ে জুটি বাঁধেন জ্যোতি। ৪৫ ওভারেও এ দুজনের ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি চলে আসে বাংলাদেশের তরী। জয়ের জন্য তখন দরকার ২৭ রান, বল বাকি ৩০টি। খুবই সহজ সমীকরণ। পরের ওভারের প্রথম বলেই আউট স্বর্ণা। ব্যস, সেখান থেকেই শুরু বিপর্যয়ের।

বিজ্ঞাপন


অভিজ্ঞ রিতু মনি এসেই রান-বলের হিসেব আরো গোলমেলে করে দেন। তিনি আউট হয়েছেন ইনিংসের ৪৯ ওভারের চতুর্থ বলে। ততক্ষণে জ্যোতি ও রিতু মিলে খেলেছেন ৩.৩ ওভার অর্থাৎ ২১ বল; জ্যোতি ৮টি ও রিতু ১৩টি। বলের সঙ্গে পাল্লা দিয়ে যখন রান দরকার, রিতুর ১৩ বলে এলো ৭ রান। মূলত সেখানেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বাকি পথে চাপে থাকা বাঘকে কাবু করতে কোনো সমস্যাই হয়নি সিংহদের। শেষ ওভারে ৯ রানের সমীকরণে টানা ৪ বলে বাংলাদেশের ৪ ব্যাটারকে আউট করে পাঠিয়ে টাইগ্রেসদের ধরাশায়ী করে ফেলেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু।


এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখে ক্লান্ত জ্যোতি শেষদিকে দলের প্রয়োজনে আক্রমণাত্মক হতে গিয়ে ধরা পড়েছেন ৭৭ রানে। ম্যাচ হেরে পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে ডাগআউটে বসে থাকা জ্যোতি সংবাদ সম্মেলনেও কষ্ট লুকাতে পারেননি, ‘এটা (পরাজয়) সত্যিই হৃদয়বিদারক। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ম্যাচ এমনভাবে খেলেছি। ভাগ্য নয়, এটা অবশ্যই আমাদের ভুল। তৃতীয়বারের মতো এরকম ঘটনা। আমরা শেষ মুহূর্তে সঠিকভাবে শেষ করতে ব্যর্থ হচ্ছি। এই ধরনের লক্ষ্য তাড়া করার সময় শেষ ওভারে ম্যাচ নিয়ে যাওয়া উচিত নয়। এটা আমাদের দোষ।’
‘আর একটা কথা, আমি এবং সুপ্তা সেখানে খুব ভালো ব্যাটিং করছিলাম। আমরা বেশ স্থির ছিলাম। তারপর সুপ্তা উঠে গেলে আমাদের ছন্দ নষ্ট হয়। পরবর্তীতে আমাদের জুটি গড়তে কিছুটা সময় লাগছিল। একপর্যায়ে আমরা কোনো বাউন্ডারিও খুঁজে পাইনি। যার কারণে আমাদের চরম মূল্য দিতে হয়েছে। এটা শুধু একটা ম্যাচ নয়; এটা তৃতীয়বারের মতো এরকম ঘটনা। আমার মনে হয় আমরা শেষ মুহূর্তে সঠিকভাবে শেষ করতে ব্যর্থ হচ্ছি। এই ধরনের লক্ষ্য তাড়া করার সময় আমাদের শেষ ওভারে নিয়ে যাওয়া উচিত নয়। এটা আমাদের দোষ।’


শ্রীলঙ্কার বিপক্ষে হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বাকি আছে একটি ম্যাচ। আগামী রোববার ভারতের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল দল। ভারতকে হারিয়ে শেষ করতে পারলে বলার মতো অর্জন থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত