
নারী ক্রিকেট বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ভারত চ্যাম্পিয়ন
ফাইনাল শেষে দুদলই কাঁদছে! একদল কাঁদছে আনন্দে। দলটা ভারত। এইমাত্র বিশ্বকাপ জিতেছে তারা। আরেক দলের কান্না কষ্টের। কিছু ব্যর্থতার জন্য বিশ্বকাপ হাতছাড়া হলো তাদের। দলটা দক্ষিণ আফ্রিকা। নাভি মুম্বাইয়ে এই হাসি- কান্নার রাতে বিশ্বকাপের ফাইনালে সব আলোর ঝলকানি শুধু ভারতকে জুড়ে।























