নারী ক্রিকেট বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন গড়েছিল নারী ক্রিকেটাররা। একই আশা ছিল ভক্ত-অনুরাগীদেরও। কিন্তু বাস্তবে তেমন কিছুই হলো না। ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে কিউই কন্যাদের কাছে বাংলাদেশ হারল ১০০ রানের বড ব্যবধানে। ম্যাচে প্রাপ্তি বলতে ব্যাট-বল হাতে রাবেয়া খানের অলরাউন্ড নৈপুণ্য আর ফাহিমা খাতুনের ব্যাটিং লড়াই।
পাকিস্তানের মেয়েদের বিপক্ষে জয় দিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর নিগার সুলতানা জ্যোতির দল হারল টানা দুই ম্যাচ। ইংল্যান্ডের পর এবার ধরাশায়ী হলো নিউজিল্যান্ডের মেয়েদের কাছে। এক জয় আর দুই হারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে দুই পয়েন্ট। তাতে আট দলের টুর্নামেন্টের লিগ পয়েন্ট তালিকায় এখন ষষ্ঠ স্থানে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের ব্যাটিং ধসের প্রমাণ দিচ্ছে প্রথম পাঁচ ব্যাটারের স্কোর- ৪, ৩, ৪, ২, ১। তারপর ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ৩৪ রান। আর রাবেয়া খানের স্কোর ২৫। তার আগে অবশ্য বল হাতে ৩ উইকেট নেন এ লেগস্পিনার। ব্যাটিং লড়াইয়ে তাদের সঙ্গী হয়েছিলেন নাহিদা আক্তারও। তবে ১৭ রানেই থামতে হয়েছে তাকে। বাকিরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে সন্তুষ্ট থেকে যান সিঙ্গেল ডিজিটে। তাতে বাংলাদেশ ৩৯.৫ ওভারে থামে ১২৭ রানে।
গৌহাটিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। ফিফটি হাঁকান সোফি ডিভাইন (৬৩) ও ম্যাচসেরা ব্রুক হলিডে (৬৯)। চতুর্থ উইকেটে দুজনে মিলে ১৬৬ বলে ১১২ রানের জুটি গড়েন। সুজি বেটস ২৯ আর ম্যাডি গ্রিন এনে দেন ২৫ রান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২২৭/৯, ৫০ ওভার (ডিভাইন ৬৩, হলিডে ৬৯, রাবেয়া ৩/৩০)।
বাংলাদেশ: ১২৭/১০, ৩৯.৫ ওভার (ফাহিমা ৩৪, রাবেয়া ২৫, জেস কার ৩/২১)।
ফল: নিউজিল্যান্ড ১০০ রানে জয়ী।
ম্যাচসেরা: ব্রুক হলিডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন গড়েছিল নারী ক্রিকেটাররা। একই আশা ছিল ভক্ত-অনুরাগীদেরও। কিন্তু বাস্তবে তেমন কিছুই হলো না। ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে কিউই কন্যাদের কাছে বাংলাদেশ হারল ১০০ রানের বড ব্যবধানে। ম্যাচে প্রাপ্তি বলতে ব্যাট-বল হাতে রাবেয়া খানের অলরাউন্ড নৈপুণ্য আর ফাহিমা খাতুনের ব্যাটিং লড়াই।
পাকিস্তানের মেয়েদের বিপক্ষে জয় দিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর নিগার সুলতানা জ্যোতির দল হারল টানা দুই ম্যাচ। ইংল্যান্ডের পর এবার ধরাশায়ী হলো নিউজিল্যান্ডের মেয়েদের কাছে। এক জয় আর দুই হারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে দুই পয়েন্ট। তাতে আট দলের টুর্নামেন্টের লিগ পয়েন্ট তালিকায় এখন ষষ্ঠ স্থানে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের ব্যাটিং ধসের প্রমাণ দিচ্ছে প্রথম পাঁচ ব্যাটারের স্কোর- ৪, ৩, ৪, ২, ১। তারপর ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ৩৪ রান। আর রাবেয়া খানের স্কোর ২৫। তার আগে অবশ্য বল হাতে ৩ উইকেট নেন এ লেগস্পিনার। ব্যাটিং লড়াইয়ে তাদের সঙ্গী হয়েছিলেন নাহিদা আক্তারও। তবে ১৭ রানেই থামতে হয়েছে তাকে। বাকিরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে সন্তুষ্ট থেকে যান সিঙ্গেল ডিজিটে। তাতে বাংলাদেশ ৩৯.৫ ওভারে থামে ১২৭ রানে।
গৌহাটিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। ফিফটি হাঁকান সোফি ডিভাইন (৬৩) ও ম্যাচসেরা ব্রুক হলিডে (৬৯)। চতুর্থ উইকেটে দুজনে মিলে ১৬৬ বলে ১১২ রানের জুটি গড়েন। সুজি বেটস ২৯ আর ম্যাডি গ্রিন এনে দেন ২৫ রান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২২৭/৯, ৫০ ওভার (ডিভাইন ৬৩, হলিডে ৬৯, রাবেয়া ৩/৩০)।
বাংলাদেশ: ১২৭/১০, ৩৯.৫ ওভার (ফাহিমা ৩৪, রাবেয়া ২৫, জেস কার ৩/২১)।
ফল: নিউজিল্যান্ড ১০০ রানে জয়ী।
ম্যাচসেরা: ব্রুক হলিডে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে