নারী ওয়ানডে বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
চলমান নারী বিশ্বকাপে দারুণ জয়ে সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় তারা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ভারতের গোয়াহাটিতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। ইতিহাস, ঐতিহ্য ও অর্জনে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ইংল্যান্ড। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে দুই নম্বরে রয়েছে তারা।
আর বাংলাদেশ রয়েছে সাত নম্বরে। অন্যদিকে, চারবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশরা। বাংলাদেশ এ নিয়ে মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপ খেলছে। ইংলিশদের সাম্প্রতিক পারফরম্যান্সও দুর্দান্ত। সব মিলিয়ে ইংল্যান্ড ম্যাচটি যে বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষার হতে যাচ্ছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না।
ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় প্রেরণা পাকিস্তানের বিপক্ষে জয়। এটিই তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে ইংল্যান্ড ম্যাচটি যে সহজ হবে না সেটি মানছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। এ ম্যাচটি হবে খুবই চ্যালেঞ্জিং। অবশ্য নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিয়ে লড়বে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড। তাদের ধারালো বোলিংয়ের সামনে ২০.৪ ওভারে মাত্র ৬৯ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
জবাবে কোনো উইকেট না হারিয়ে ১৪.১ ওভারে জয় তুলে নেয় ইংলিশরা। এবার বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মাঠে নামবেন তারা। এ পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ড নারী দল পরস্পরের বিপক্ষে একটি মাত্র ওয়ানডে ম্যাচ খেলেছে। সেটি ২০২২ সালের বিশ্বকাপে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অনুষ্ঠিত ওই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।
ম্যাচটিতে ৬ উইকেটে ২৪৩ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে ১৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এবার আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুদল। ওই হারের দুঃস্মৃতি ভুলেই আজ মাঠে নামবেন লাল-সবুজের জার্সিধারীরা। ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার টার্গেট থাকবে তাদের। তবে দল কতটা সফল হবে, সেটি মাঠের লড়াইয়েই দেখা যাবে।
চলমান নারী বিশ্বকাপে দারুণ জয়ে সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় তারা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ভারতের গোয়াহাটিতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। ইতিহাস, ঐতিহ্য ও অর্জনে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ইংল্যান্ড। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে দুই নম্বরে রয়েছে তারা।
আর বাংলাদেশ রয়েছে সাত নম্বরে। অন্যদিকে, চারবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশরা। বাংলাদেশ এ নিয়ে মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপ খেলছে। ইংলিশদের সাম্প্রতিক পারফরম্যান্সও দুর্দান্ত। সব মিলিয়ে ইংল্যান্ড ম্যাচটি যে বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষার হতে যাচ্ছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না।
ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় প্রেরণা পাকিস্তানের বিপক্ষে জয়। এটিই তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে ইংল্যান্ড ম্যাচটি যে সহজ হবে না সেটি মানছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। এ ম্যাচটি হবে খুবই চ্যালেঞ্জিং। অবশ্য নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিয়ে লড়বে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড। তাদের ধারালো বোলিংয়ের সামনে ২০.৪ ওভারে মাত্র ৬৯ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
জবাবে কোনো উইকেট না হারিয়ে ১৪.১ ওভারে জয় তুলে নেয় ইংলিশরা। এবার বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মাঠে নামবেন তারা। এ পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ড নারী দল পরস্পরের বিপক্ষে একটি মাত্র ওয়ানডে ম্যাচ খেলেছে। সেটি ২০২২ সালের বিশ্বকাপে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অনুষ্ঠিত ওই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।
ম্যাচটিতে ৬ উইকেটে ২৪৩ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে ১৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এবার আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুদল। ওই হারের দুঃস্মৃতি ভুলেই আজ মাঠে নামবেন লাল-সবুজের জার্সিধারীরা। ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার টার্গেট থাকবে তাদের। তবে দল কতটা সফল হবে, সেটি মাঠের লড়াইয়েই দেখা যাবে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে