নারী ক্রিকেট বিশ্বকাপ

গৌহাটিতে বড় হারের অপেক্ষায় নারী দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২২: ০৭
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০২: ০০

নিউজিল্যান্ড চিন্তায় ছিল বাংলাদেশের স্পিন বোলিংকে কিভাবে সামাল দেবে, তা নিয়ে। আর বাংলাদেশ নিজেদের ভঙ্গুর ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তায় ছিল। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে লড়ে তুলল ২২৭ রান। আর সেই রান তাড়ায় নেমে বাংলাদেশ বিতিকিচ্ছিরি ব্যাটিং করল। ৩৩ রান তুলতেই হাওয়া ৬ উইকেট। এরপর এই ম্যাচের একটাই অপেক্ষা কত বড় রানের ব্যবধানে হারছে বাংলাদেশ!


এই রিপোর্ট লেখার সময় কষ্টকর সেই অপেক্ষায় থাকা বাংলাদেশের স্কোর ছিল ২২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬০ রান। জেতার জন্য ২২৮ রানের টার্গেটকে তখন মনে হচ্ছিল খালি পায়ে হিমালয় পর্বতে হেঁটে উঠা!

বিজ্ঞাপন


নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটাও ভালো ছিল না। মুলত একটা শতরান প্লাস জুটিতেই তারা স্কোর গিয়ে গেল ২২৭ রানে।৩৮ রানে শুরুর ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডকে পথ দেখান অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রæক হালিডে। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে গড়েন ১১২ রান। দুজনেই হাফসেঞ্চুরি করেন। সেই রানও কাছাকাছি। ডিভাইন ৮৫ বলে ৬৩ রান। হালিডে ১০৪ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৯ রান। ছয় নম্বরে ব্যাট করতে নামা মাডি গ্রীনের ব্যাটে মিলল ২৮ বলে ২৫ রান। আর শেষের ওভারে মারুফা আক্তারের খরুচে ১৬ রানে নিউজিল্যান্ডের স্কোর পৌছাল ২২৭ রানের চ্যালেঞ্জিং স্কোরে।
এই ম্যাচে নিজের বোলিং বিশ্লেষন করতে দিলে মারুফা আক্তার বলতেই পারেন- ‘দিনটা আমার ছিল না!’


ম্যাচের শুরুটাই হলো মারুফা নো বল দিয়ে। সেই প্রথম ওভারের তৃতীয় বলে দারুণ একটা ইনসুইংয়ে এলবি’র আবেদনও করলেন। আম্পায়ার আঙ্গুল তুলে আউটও দেন। কিন্তু সুজি বেটি রিভিউ নেন এবং রক্ষা পান। সেই রিভিউ জিতে সুজি ব্যাট হাতে লড়াইয়ে নামেন। খেললেন ঝটপটে ব্যাটিংয়ের একটা ইনিংস। ৩৩ বলে ২৯ রান তুলে সুজি বেটি ফিরলেন রান আউটের শিকার হয়ে। তখন নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা ৩৫। দলের ৩৫ এর মধ্যে তার একার রানই ২৯! রাবেয়া তার প্রথম ওভারেই ওপেনার জর্জিয়া প্লিমারকে ফেরান। সামনে বেড়ে খেলতে গিয়ে প্লিমার বল খোঁয়ান। সহজ স্ট্যাম্পিং করেন নিগার সুলতানা জ্যোতি। দু’বল বলেই সুমাইয়া আক্তারের দুর্দান্ত থ্রোতে আরেক ওপেনার সুজি বেটিও রান আউট। সুমাইয়ার থ্রো আর জ্যোতির ফিনিশিং এই দুইয়ের যোগে দুর্দান্ত এই রান আউট।
এই ম্যাচে নামার আগে আগেরদিন নিউজিল্যান্ড আশঙ্কার সুরে বলেছিলো, বাংলাদেশের বিপুল ভান্ডারের স্পিন নিয়েই তারা বেশি চিন্তিত। নিউজিল্যান্ডের সেই চিন্তা বাড়াতে বাংলাদেশ অধিনায়ক এই ম্যাচের ৫০ ওভারের মধ্যে ৪৩ ওভারই স্পিনারদের ব্যবহার করলেন। দলের পাঁচ স্পিনারের সবাই আঁটেসাঁটো বোলিংই করলেন। তবে সবাইকে ছাড়িয়ে গেলেন রাবেয়া খান। ১০ ওভারে ৩০ রান খরচায় তার শিকার ৩ উইকেট। আর আগের দুই ম্যাচে চমক দেখানো মারুফা আক্তার নিউজিল্যান্ড ম্যাচে পুরোদুস্তর সাদা-কালো ছবি। ৭ ওভারে ৫৮ রানে ১ উইকেট। ইকোনোমি ৮.২৪!
মারুফার মন্দ দিনের সময়কে আরো মন্দ করলেন দলের শুরুর ব্যাটাররা। ৩৩ রানে ৬ উইকেট হারানোর পর এই ম্যাচে কে জিতছে সেটা জানার জন্য বড় কোনো ক্রিকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত