সেমিতে উঠার স্বপ্ন শেষ মেয়েদের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২৩: ০৫
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০১: ২৩

শ্রীলঙ্কান ক্রিকেটাররা যখন উল্লাসে ফেটে পড়েছেন, নিকশ আঁধারের কালিমা যেন লেপ্টে গিয়েছিল বাংলাদেশের খেলোয়াড়দের মুখচ্ছবিতে। তারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। কিভাবেই বা বিশ্বাস করবেন! ১২ বলে ১২ রানের সমীকরণে হাতে ৬ উইকেট রেখেও ৭ রানের হার। ৫ রানেই পতন হয়েছে শেষের ৫ উইকেট। শেষ ওভারে টানা ৪ আউটেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। পরের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে জয়ের কক্ষপথে থেকেও শেষের বিপর্যয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান।করতে পারে বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় নেমে ৪৪ রানেই ৩ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখান শারমিন আক্তার ও নিগার সুলতানা। দুজনের জুটি থামে ১২৬ রানে, শারমিন (৬৪*) রিটায়ার্ড হার্ট হলে। এরপর স্বর্ণা (১৯) ও নিগারের (৭৭) জুটিতে জয়ের স্বপ্ন দেখলেও এ দুজনের আউটের পরই সব এলেমেলো।

এর আগে হাসিনি পেরেরা (৮৫) ও চামারি আতাপাত্তুর (৪৫) দুটি ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। এছাড়াও নিলাখশিখা সিলভা করেন ৩৭ রান। শেষদিকে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেন।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৪৮.৪ ওভারে ২০২/১০ (পেরেরা ৮৫, আতাপাত্তু ৪৫, সিলভা ৩৭; স্বর্ণা ৩/২৭, রাবেয়া ২/৩৯)।
বাংলাদেশ : ৫০ ওভারে ১৯৫/৯ (জ্যোতি ৭৭, শারমিন ৬৪, স্বর্ণা ১৯; আতাপাত্তু ৪/৪২, কুমারি ২/৩৮)।


ফল : শ্রীলঙ্কা ৭ রানে জয়ী।

বিজ্ঞাপন

ম্যাচসেরা: হাসিনি পেরেরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত