ভারত-ওমান ম্যাচে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ০০

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত পেয়েছে টানা তিন জয়। ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে আজ পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে সুপার ফোরে। আর প্রতিপক্ষ ওমান হার মেনেছে তিন ম্যাচের সবকটিতেই। তবে দাপটের সঙ্গে জিততে পারেনি সূর্যকুমার যাদবের দল। ভারতের কাছে ২১ রানে হারলেও শেষ পর্যন্ত লড়াই করে গেছে মধ্যপ্রাচ্যের দল ওমান। এ ম্যাচে হয়েছে একগাদা রেকর্ড। সেই রেকর্ডগুলোতে এবার চোখ বুলানো যাক-

বিজ্ঞাপন

০- ম্যাচে ফয়সাল শাহর প্রথম ওভারে ভারত মাত্র ৬ রানেই খোয়ায় ওপেনার শুভমান গিলের উইকেট। ইনিংসের এই দ্বিতীয় ওভারে ভারত কোনো রান নিতে পারেনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো সহযোগী দেশের প্রথম বোলার হিসেবে এমন কৃতিত্ব দেখালেন ফয়সাল।

১৮৮- ভারত গড়ে ১৮৮ রানের বিশাল পুঁজি। এবারের এশিয়া কাপে যৌথভাবে সর্বোচ্চ দলীয় সংগ্রহের মাইলফলক এটি।

৪৪- শুরুটা ধীরগতির হলেও ওমান পাওয়ার প্লেতে তোলে ৪৪ রান। এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাওয়ার প্লেতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটি। তার আগে জাসপ্রিত বুমরাহদের বিপক্ষে প্রথম ৬ ওভারে সংযুক্ত আরব আমিরাত ৪১ ও পাকিস্তান ৪২ রান সংগ্রহ করেছিল।

০- ২০২৪ সালের জুলাইয়ের পর এবারই প্রথম পাওয়ার প্লেতে প্রতিপক্ষের কোনো উইকেট শিকার করতে পারেনি ভারত। পূর্ণ সদস্য দেশের বিপক্ষে পাওয়ার প্লেতে উইকেট না হারানোর কৃতিত্ব প্রথমবারের মতো দেখাল ওমান।

৮- ওমানের ইনিংসে ১৪ ওভারের মধ্যে ভারত ৮ বোলার ব্যবহার করে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে এক ইনিংসে ৮ বোলার ব্যবহার করা হয়েছে ৫ বার।

৩৭- আমির কলিম হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৩৭ বলে। ৪৬ বলে ৬৪ রানে আউট হয়েছেন কলিম। যা টি-টোয়েন্টি এশিয়া কাপে সবচেয়ে বেশি বয়সে (৪৩ বছর ৩০৩ দিন) ফিফটি হাঁকানোর রেকর্ড। একদিন আগে মোহাম্মদ নবি ফিফটি করেছিলেন ৪০ বছর ২৬০ দিন বয়সে।

৯৩- তৃতীয় উইকেটে হাম্মাদের সঙ্গে কলিম করেন ৯৩ রানের জুটি। ভারতের বিপক্ষে কোনো সহযোগী দেশের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড এটি। কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথমবার এত বড় জুটি গড়েছে ওমান।

১০০- ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ উইকেট (৬৪ ম্যাচ) নেওয়ার রেকর্ড গড়েছেন আর্শদীপ সিং। সবমিলিয়ে পূর্ণ সদস্য দেশের মধ্যে বাঁ-হাতি এই পেসারের ‍উইকেটের সেঞ্চুরি তৃতীয় দ্রুততম। তার আগে ৫৩ ম্যাচে রশিদ খান ও ৬৩ ম্যাচে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০০ উইকেট শিকার করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এশিয়া কাপ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত