চ্যাম্পিয়নস ট্রফি

আশাবাদী ফারুক আহমেদ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ১০

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলকে নিয়ে বেশ আশাবাদী বিসিবি সভাপতি ফারুক আহমেদ। একসময় বাংলাদেশ দলের অধিনায়ক ও নির্বাচক ছিলেন। দেশের হয়ে ৭টি ওয়ানডে ম্যাচ খেলে ফারুক এখন ক্রিকেট বোর্ডের প্রধান কর্তা। গত সোমবার সাবেক অধিনায়কের সঙ্গে বৈঠক শেষে চ্যাম্পিয়নস ট্রফির প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ টিম। আমরা সবাই বাংলাদেশ টিমের সঙ্গে থাকব। বাংলাদেশ টিমকে সব সময় সাপোর্ট করতে হবে। আপনি জানেন, এই একটি জায়গায় আপনি সব সময় সব ম্যাচ জিততে পারবেন না। আমার একটা জিনিস ভালো লেগেছে অধিনায়কের আত্মবিশ্বাস দেখে। আমার মনে হয়, তারা নির্ভার।’ শান্তদের স্বাভাবিক খেলা ও খেলাটি উপভোগ করার বার্তা দিয়েছেন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘যাওয়ার আগে শুধু একটা কথা বলেছি যে, তোমরা ছোটবেলায় যেভাবে ক্রিকেট খেলতে, সিরিয়াসনেস অবশ্যই থাকবে। তবে খেলাটাকে এনজয় করতে হবে। তাহলে ফল অন্যরকম হবে। আমি বিশ্বাস করি, ভালো খেলাটা জরুরি। জয়-পরাজয় অবশ্য একটি ছোট মার্জিন আসবে। যদি ভালো খেলাটা খেলে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তাহলে আগামীতে… এখনই আমাদের কাউন্ট করে ওয়ানডে দল হিসেবে। এই টুর্নামেন্ট থেকে ভালো কিছুই আশা করছি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত