
স্পোর্টস ডেস্ক

শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তান পেয়েছিল সান্ত্বনার জয়। জয়ের সেই ধারাটা এবার ওয়ানডেতেও বইয়ে নিয়ে গেল স্বাগতিকরা। দুই বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল পাকিস্তান। দারুণ এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডেতে জয় পেলেন শাহীন শাহ আফ্রিদি।
লক্ষ্য ছুঁতে ব্যাট হাতে মাঠে নেমে ফিফটি হাঁকান মোহাম্মদ রিজওয়ান (৫৫) ও সালমান আগা (৬২)। তাদের দুজনের সঙ্গে ব্যাট হাতে দৃঢ়তা দেখান ওপেনার ফখর জামানও (৪৫)। তবে পাঁচ রানের জন্য হাফসেঞ্চুরি পূর্ণ করতে পারেনি। আর ৩৯ রান আসে সাইম আইয়ুবের ব্যাট থেকে। ৮ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ গড়ে জয়ের বন্দরে পা রাখে পাকিস্তান।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে লহুয়ান ড্রে প্রিটোরিয়াস ও কুইন্টন ডি ককের ফিফটিতে ২৬৩ রানের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়াস ৫৭ ও ডি কক ৬৩ রানের দারুণ দুটি ইনিংস উপহার দেন। ম্যাথু ব্রিটজকে ৪২ এবং করবিন বশ ৪১ রান যোগ করেন দলীয় স্কোরে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২৬৩/১০, ৪৯.১ ওভার (ডি কক ৬৩, প্রিটোরিয়াস ৫৭, ব্রিটজকে ৪২ ও করবিন ৪১; নাসিম ৩/৪০ ও আবরার ৩/৫৩)।
পাকিস্তান : ২৬৪/৮, ৪৯.৪ ওভার (সালমান ৬২, রিজওয়ান ৫৫, ফখর ৪৫, সাইম ৩৯; করবিন ২/৩২, এনগিডি ২/৪৬ ও ফেরেইরা ২/৪৬)।
ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সালমান আগা।

শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তান পেয়েছিল সান্ত্বনার জয়। জয়ের সেই ধারাটা এবার ওয়ানডেতেও বইয়ে নিয়ে গেল স্বাগতিকরা। দুই বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল পাকিস্তান। দারুণ এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডেতে জয় পেলেন শাহীন শাহ আফ্রিদি।
লক্ষ্য ছুঁতে ব্যাট হাতে মাঠে নেমে ফিফটি হাঁকান মোহাম্মদ রিজওয়ান (৫৫) ও সালমান আগা (৬২)। তাদের দুজনের সঙ্গে ব্যাট হাতে দৃঢ়তা দেখান ওপেনার ফখর জামানও (৪৫)। তবে পাঁচ রানের জন্য হাফসেঞ্চুরি পূর্ণ করতে পারেনি। আর ৩৯ রান আসে সাইম আইয়ুবের ব্যাট থেকে। ৮ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ গড়ে জয়ের বন্দরে পা রাখে পাকিস্তান।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে লহুয়ান ড্রে প্রিটোরিয়াস ও কুইন্টন ডি ককের ফিফটিতে ২৬৩ রানের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়াস ৫৭ ও ডি কক ৬৩ রানের দারুণ দুটি ইনিংস উপহার দেন। ম্যাথু ব্রিটজকে ৪২ এবং করবিন বশ ৪১ রান যোগ করেন দলীয় স্কোরে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২৬৩/১০, ৪৯.১ ওভার (ডি কক ৬৩, প্রিটোরিয়াস ৫৭, ব্রিটজকে ৪২ ও করবিন ৪১; নাসিম ৩/৪০ ও আবরার ৩/৫৩)।
পাকিস্তান : ২৬৪/৮, ৪৯.৪ ওভার (সালমান ৬২, রিজওয়ান ৫৫, ফখর ৪৫, সাইম ৩৯; করবিন ২/৩২, এনগিডি ২/৪৬ ও ফেরেইরা ২/৪৬)।
ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সালমান আগা।

লা লিগার পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে ছিল রিয়াল। সুযোগ ছিল শিরোপার দৌঁড়ে অনেকটা এগিয়ে যাওয়ার। তবে রায়ো ভায়োকানোর সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুইয়েছে জাভি আলোনসোর দল।
১ ঘণ্টা আগে
অধিনায়ক খেললেন অধিনায়কের মতোই। আজিজুল হাকিম উপহার দিলেন দাপুটে এক সেঞ্চুরি। তার অধিনায়কোচিত জাদুকরী তিন অঙ্কের ইনিংসের সুবাদেই দাপুটে এক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোমাঞ্চকর ম্যাচে আফগান যুবাদের দুই উইকেটে হারিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।
২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে চারদিনের ম্যাচে টানা আট বলে আট ছক্কা হাঁকিয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ভারতের আকাশ কুমার। মাত্র ১১ বলে ৫০ ছুঁয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটি এখন আকাশের।
২ ঘণ্টা আগে
এথেন্স হেলেনিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বিশ্বরেকর্ড গড়ে রজার ফেদেরারকে পেছনে ফেললেন নোভাক জোকোভিচ। ইতালির লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ১০১তম ক্যারিয়ার ট্রফি জিতলেন সার্বিয়ান তারকা।
২ ঘণ্টা আগে