প্রথম সেশনের শুরুতেই থামে আয়ারল্যান্ডের ইনিংস। ফলের দিনের শুরুতেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ পেয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে পেয়েছে শতরানের জুটি। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় মিলে যোগ করেছেন ১০৯ রান। তাতে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৯ রান।
শুরুতে আয়ারল্যান্ডের বোলারদেরকে দেখেশুনে খেলা শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার। সময়ের সঙ্গে সঙ্গে খানিকটা আগ্রাসী ভূমিকায় খেলতে থাকেন তারা। ফলাফল- ৪৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার সাদমান ইসলাম। এটি তার ক্যারিয়ারের ৭ম ফিফটি।
সাদমানের পর ফিফটির দেখা পান আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তার ব্যাটে আসে ৭৭ বলে ৫০ রান। তার ইনিংসে ছিল ৭ চার ও এক ছক্কা। এটি জয়ের ক্যারিয়ারের ৫ম হাফ সেঞ্চুরি।
টেস্ট ওপেনিংয়ে বাংলাদেশের জন্য বড় রানের দেখা পাওয়াটা খানিকটা কল্পনাতীত।আয়ারল্যান্ডের বিপক্ষে সেটাই করেছেন দুই স্বাগতিক ওপেনার। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ওপেনিংয়ে এটা ১১তম সেঞ্চুরি জুটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

