বাংলাদেশের বড় পরাজয়ে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২১: ৪২
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২২: ৪২
ছবিটাই যেন পুরো ম্যাচের চিত্র। ছবি: এএফপি

লক্ষ্য ছিল চ্যালেঞ্জিং। জিততে হলে দুর্দান্ত ইনিংস খেলতে হতো কাউকে। সেটা করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৪ রানের বড় ব্যবধানে হারল লিটন দাসের দল। শেষটা জয় দিয়ে রাঙিয়ে সিরিজ শেষ করল পাকিস্তান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহানের ফিফটিতে (৬৩) ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে ১০৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

রান তাড়ায় নেমে আসা-মিছিলে ছিল বাংলাদেশ। সেটা এমনই যে, দুই অংকের ডিজিটে যেতে পারেন মাত্র দুজন। সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান উপহার আসে 'মিস্টার এক্সট্রা' তথা অতিরিক্ত খাত থেকে। ১০ রান আসে মোহাম্মদ নাঈম শেখের ব্যাট থেকে। বাকিদের রান সংখ্যা যোগ করলে দাঁড়ায় মোবাইল ডিজিটের সংখ্যায় - ০৮৯১০৫৯৭৭!

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ঝড় তুলে লিটনের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেন পাকিস্তানের দুই ওপেনার ফারহান ও সাইম আইয়ুব। পাওয়ার প্লের ৬ ওভারেই ৫৭ রান তুলে নেয় পাকিস্তান। ছয় ম্যাচ পর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৫০ ছাড়িয়ে যায় তারা। টর্নেডোর মতো ব্যাটিং করে ফিফটি তুলে নেন ফারহান। ফখর জামানের জায়গায় সুযোগ পেয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন এই ওপেনার।

ফারহানের ফিফটির কিছুক্ষণ বাদেই উইকেট হারায় পাকিস্তান। অষ্টম ওভারে সাইম আইয়ুবকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন নাসুম আহমেদ। ভাঙে ৮২ রানের জুটি। ১৫ বলে ২১ রান করা সাইম ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন শামীম হোসেনকে। এরপর ক্রিজে আসেন মোহাম্মদ হারিস। এরপর ফারহানকেও ফেরান নাসুম। স্লগ সুইপ করতে গিয়ে শেখ মাহেদির হাতে ক্যাচ দিয়েছেন ৪১ বলে ৬৩ রান করা ফারহান।

১৩তম ওভারে ১৫ রান খরচ করেন মাহেদি। এরপরই হারিসকে ফেরায় বাংলাদেশ। তাসকিনের বলে ডিপ থার্ডম্যানে নাসুমের হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তার ১৪ বলে মাত্র ৫ রানের ইনিংস। এরপর দুর্দান্ত বোলিং ফিল্ডিং করতে থাকে বাংলাদেশ। তাতে আরও এক উইকেট হারায় পাকিস্তান। শরিফুলের বলে মাহেদিকে ক্যাচ দিয়ে ৩ ছক্কায় ১৭ বলে ৩৩ রান করে ফেরেন হাসান নাওয়াজ।

এরপর সাইফউদ্দিনের শিকার ধরেন হুসেইন তালাতকে। লিটন দাসকে ক্যাচ দেওয়ার আগে ৪ বলে ১ রান করেছেন তালাত। ১৩২ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এরপর ঝড়ো জুটি গড়েন আগা ও নাওয়াজ। ১৬ বলে ২৭ রান করা নাওয়াজকে শেষ ওভারের প্রথম বলে ফেরান তাসকিন। এরপর ফাহিম আশরাফকেও (৪) ফেরান তিনি।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩৮ রান খরচায় ৩ উইকেট নেন তাসকিন। ২২ রান খরচায় ২ উইকেট দখল করেন নাসুম। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (সাহিবজাদা ৬৩, সাইম ২১, হাসান নাওয়াজ ৩৩, মোহাম্মাদ নাওয়াজ ২৭; শরিফুল ৪-০-৩৯-১, তাসকিন ৪-০-৩৮-৩, নাসুম ৪-০-২২-২, সাইফ ৪-০-২৮-১)।

বাংলাদেশ: ১৭.৪ ওভারে ১০৪ (নাঈম ১০, সাইফউদ্দিন ৩৫*; সালমান মির্জা ৪-০-১৯-৩, ফাহিম ২-০-১৩-২, দানিয়াল ৩-০-১৬-১, সালমান আগা ২-০-১২-১, তালাত ৩-০-৩২-২, মোহাম্মাদ নাওয়াজ ১.৪-০-৪-২)।

ফল: পাকিস্তান ৭৪ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: সাহিবজাদা ফারহান।

ম্যান অব দা সিরিজ: জাকের আলি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত