এএফসি ফুটসাল এশিয়ান কাপ

বাংলাদেশের গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইরান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১৭: ৫৮

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল আগেই জানিয়েছিলেন, প্রথমবারের মতো এএফসি ফুটসাল এশিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ছিল ড্রয়ের অপেক্ষা। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফুটসাল ২০২৬ এশিয়ান কাপের বাছাইয়ের ড্র হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘জি’ গ্রুপে। বাংলাদেশের গ্রুপে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইরান। এই টুর্নামেন্টে রেকর্ড ১৩ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইরানিরা।

ইরান ছাড়াও বাংলাদেশ গ্রুপে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এ পর্যন্ত এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি মালয়েশিয়া ফুটসাল দল। দুইবার বাছাই পর্ব খেলেছে তারা। অন্যদিকে, একবারই ২০১২ সালে আমিরাত মূল পর্বে খেলেছিল।

বিজ্ঞাপন

২০২৬ সালের মে মাসে ইন্দোনেশিয়ায় হবে ১৮তম ফুটসাল এশিয়ান কাপ। মোট ১৬টি দেশ মূল পর্বে খেলবে। এর আগে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর বাছাই পর্বে খেলা হবে। স্বাগতিক হওয়ায় ইন্দোনেশিয়া টুর্নামেন্টে সরাসরি খেলবে। বাকি ১৫টি দেশ বাছাই পর্বের পরীক্ষা দিয়ে আসবে। ৩১টি দেশ বাছাই পর্ব খেলবে। আট গ্রুপের সেরা এবং সাত সেরা রানার্সআপ পাবে টুর্নামেন্টের মূল পর্বের টিকেট। বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো হবে মালয়েশিয়ায়। ২০ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২২ সেপ্টেম্বর স্বাগতিক মালয়েশিয়া এবং ২৪ সেপ্টেম্বর আমিরাতের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত