নারী বিশ্বকাপ বাছাই

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১০: ২৪
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৭: ৫৬

নারী বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। লাহোর সিটি অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাটিং বেছে নিয়েছেন।

বিজ্ঞাপন

থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের পর নারী বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। হ্যাটট্রিক জয়ে নারী বিশ্বকাপের খুব কাছে চলে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি দুই ম্যাচ (ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান) থেকে আর একটি জয় পেলেই বিশ্বকাপের টিকিট কাটবে অধিনায়ক জ্যোতির দল। আজ ক্যারিবীয় কন্যাদের বিপক্ষে একটি পয়েন্ট পেলেও বিপক্ষে চলে যাবে জ্যোতির দল।

বাংলাদেশ একাদশ: সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: হেইলি ম্যাথিউস (অধিনায়ক), জাইদা জেমস, শেমাইন ক্যাম্পবেল (উইকেটরক্ষক), চিনেল হেনরি, সেবিকা গজনবি, স্টেফানি টেলর, আলিয়া অ্যালেইন, আফি ফ্লেচার, কারিশমা রামহারাক, কিয়ানা জোসেফ ও আশমিনি মুনিসার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত