বিসিসিআইয়ের আয় বেশি আইপিএলেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৪: ০০

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও দামি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল থেকে ৫ হাজার ৭৬১ কোটি রুপি আয় করেছে বিসিসিআই। যা কিনা বোর্ডের মোট বার্ষিক রাজস্বের ৫৯.১০ শতাংশ। টুর্নামেন্টটির এই বিশাল আয়ের কারণে ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ৯ হাজার ৭৪১ কোটি ৭০ লাখ রুপি (এক বিলিয়ন ডলারের বেশি) রাজস্ব আয় করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির সর্ববৃহৎ স্বাধীন সংস্থা রেডিফিউশনের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিজ্ঞাপন

মেয়েদের আইপিএল ও ভারতের আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচার ও পৃষ্ঠপোষকতা থেকে পাওয়া অর্থও এতে যোগ হয়েছে। ভারতের ম্যাচ সম্প্রচার করে বোর্ড পেয়েছে ৩৬১ কোটি রুপি। আর আইসিসির কাছ থেকে বিসিসিআই পেয়েছে এক হাজার ৪২ কোটি রুপি। যা মোট সংস্থাটির রাজস্বের ১০.৭০ শতাংশ। এ ছাড়া বিসিসিআইয়ের কাছে প্রায় ৩০ হাজার কোটি রুপি রিজার্ভ রয়েছে। এখান থেকে বছরে মুনাফা আসে প্রায় এক হাজার কোটি রুপি।

বিষয়:

আইপিএল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত