বড্ড অসময়ে জ্বলে উঠল শ্রীলঙ্কা। এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে পাথুম নিশাঙ্কার (১০৭) সেঞ্চুরিতে ভারতের সমান ৫ উইকেটে ২০২ রান তুলে ম্যাচ টাই করে লঙ্কানরা। কিন্তু তাতে কোনো লাভ হলো না। সান্ত্বনার জয়টাও পেল না লঙ্কানরা।
সুপার ওভারে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন আর্শদীপ সিং। লঙ্কানদের দুই উইকেট নিয়ে ভারতীয় এ পেসার খরচ করেন মাত্র ২ রান। জবাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই ৩ রান আদায় করে জয়ের আনন্দে মাতেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
তবে সুপার ওভারে জিতে অজেয় থেকে ফাইনালে পা রাখল ভারত। অবশ্য ভারত ও পাকিস্তান ফাইনালের টিকিট কেটেছে আগেই। রোববার শিরোপার জন্য লড়াই করবে দুদল।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০২/৫, ২০ ওভার (অভিষেক ৬১, তিলক ৪৯*স্যামসন ৩৯, অক্ষর ২১*; ঠিকশানা ১/৩৬, হাসারাঙ্গা ১/৩৭ ও চামিরা ১/৪০)।
শ্রীলঙ্কা: ২০২/৫, ২০ ওভার (নিশাঙ্কা ১০৭, পেরেরা ৫৮, শানাকা ২২*; কুলদীপ ১/৩১, বরুণ ১/৩১ ও আর্শদীপ ১/৪৬)।
ফল: টাই ম্যাচ ভারত সুপার ওভারে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

